Ampere এর ইলেকট্রিক স্কুটারের দামে রেকর্ড কাটছাঁট! এখন ২৭ হাজার টাকা সস্তা

এক চার্জে কতটুকু পথ চালানো যাবে? ইলেকট্রিক স্কুটার কেনার ক্ষেত্রে তার থেকেও বেশি চিন্তা ছিল দাম ঘিরে। তবে ফাস্টার অ্যাডাপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকলস (ফেম-টু) প্রকল্পের অধীনে আর্থিক সুবিধার পরিমাণ বৃদ্ধি এবং যে ভাবে বিভিন্ন রাজ্যের সরকার নির্দিষ্ট বৈদ্যুতিক যানবাহন নীতি ঘোষণা করছে। তাতে ব্যাটারি চালিত গাড়ি কেনা সহজতর হয়ে উথেছে। পাশাপাশি জ্বালানির বল্গাহীন মূল্যবৃদ্ধি ইলেকট্রিক যানবাহনের প্রতি ক্রেতাদের আগ্রহ যে বহুগুণে বৃদ্ধি করছে, তা নিয়ে সংশয়ের কোনও প্রকাশ নেই।

কেন্দ্রের ফেম-টু (ফেম-টু) প্রকল্পের অধীনে অতিরিক্ত ভর্তুকি পাওয়ার কারণে Ampere Electric তাদের জনপ্রিয় দুই ই-স্কুটার Zeal ও Magnus এর দাম কমানোর ঘোষণা করেছিল। আবার সম্প্রতি গুজরাত সরকার বৈদ্যুতিক যানবাহন নীতি ঘোষণা করার ফলে এখন Zeal ও Magnus এর দাম সে রাজ্যে ৫০,০০০ টাকার নীচে নেমে এল।

গুজরাতে Ampere Zeal এবং Magnus দাম

গুজরাত সরকারের বাড়তি ভর্তুকির বদান্যতায় অ্যাম্পিয়ার তাদের জিল ও ম্যাগনাস মডেলের ইলেকট্রিক স্কুটারের দাম ২৭,০০০ টাকা হ্রাস করেছে। যার ফলে এখন থেকে জিল ৪১,৯৯০ টাকায় এবং ম্যাগনাস ৪৭,৯৯৯ টাকায় গুজরাতে কিনতে পাওয়া যাবে।

Ampere Zeal এবং Magnus রেঞ্জ, স্পিড

অ্যাম্পিয়ার জিল ও ম্যাগনাস এক চার্জে ৭৫ কিমি পথ পাড়ি দিতে পারে। স্কুটার দু’টির গতিসীমা ৫৫ কিমি। আবার ব্যাটারি রিমুভেবল হওয়ায় সেটি সহজেই খুলে বাড়িতে চার্জ দেওয়ার সুবিধা রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন