এক চার্জেই 140 কিমি, Enigma লঞ্চ করল নয়া ইলেকট্রিক স্কুটার, দাম 89,000 টাকা থেকে শুরু

দেশের ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে একজোড়া নয়া ব্যাটারি স্কুটার নিয়ে উপস্থিত হল এনিগমা (Enigma)। GT 450 ও Crink V1-এর হাই-স্পিড ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে তারা। মডেল দুটির দাম যথাক্রমে ৮৯,০০০ টাকা ও ৯৪,০০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। ক্রেতারা এনিগমা-র সমস্ত শোরুম এবং গ্রীভস কটন এর কয়েকটি নির্বাচিত আউটলেট থেকে ইলেকট্রিক স্কুটারগুলি কিনতে পারবেন। সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইন অর্ডার ফর্ম লঞ্চ করার প্রস্তুতি চালাচ্ছে। ফলে শীঘ্রই অনলাইনে ই-স্কুটার বুকিং করা যাবে।

Enigma GT 450 Pro স্পেসিফিকেশন

GT 450 Pro-তে ব্যবহার করা হয়েছে একটি ৪০ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। সম্পূর্ণ চার্জে যেটি ১২০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। ঘন্টা প্রতি স্কুটারটি ৬০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম। একটি ১০ অ্যাম্পিয়ার চার্জার দ্বারা ব্যাটারিটি ৩.৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে। ৬৮ কেজি (ব্যাটারি ছাড়া) কার্বওয়েট যুক্ত Enigma GT 450 Pro সর্বোচ্চ ২০০ কেজি ওজন বহন করতে পারবে। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

Enigma Crink V1 : স্পেসিফিকেশন

Enigma Crink V1-এ শক্তির উৎস হিসেবে দেওয়া হয়েছে একটি ৩৬ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। সম্পূর্ণ চার্জে যেটি ১৪০ কিলোমিটার পথ ছুটবে বলেই দাবি সংস্থার। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার এবং এর ওজন বহনের ক্ষমতা ২১০ কেজি। একটি ১০ অ্যাম্পিয়ার চার্জার দ্বারা সম্পূর্ণ চার্জ হতে ব্যাটারিটি ৩.৫ ঘন্টা সময় নেবে। এর সামনে ও পেছনে উপস্থিত ডিস্ক ব্রেক।

Enigma GT 450 Pro ও Crink V1 : কালার অপশন

এনিগমা তাদের GT 450 Pro এবং Crink V1-এ ছয়টি রঙের বিকল্প উপলব্ধ রেখেছে। যেগুলি হল – গ্রে, গোল্ড, হোয়াইট, সিলভার, ব্লু এবং ম্যাট ব্ল্যাক। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে, যে GT 450 Pro ভ্যারিয়েন্টটি কেন্দ্রের ফেম-২ প্রকল্পের আওতাধীন। অর্থাৎ অল্প হলেও, সরকারি ভর্তুকি মিলবে এতে। কারণ ১ জুন, ২০২৩-থেকে ভারী শিল্প মন্ত্রক বৈদ্যুতিক দু’চাকা গাড়ির ভর্তুকির পরিমাণ এক্স-ফ্যাক্টরি প্রাইসের সর্বোচ্চ ১৫ শতাংশ করার কথা ঘোষণা করেছে।