Oppo K10x এর লঞ্চের তারিখ সামনে এল, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ থাকবে ৬৪ এমপি ক্যামেরা

Oppo চলতি বছরে তাদের K10 সিরিজের অধীনে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই লাইনআপের মধ্যে রয়েছে- Oppo K10 5G, K10 Pro 5G, এবং K10 Vitality Edition। আবার গত মে মাসে, এই সিরিজেই অন্তর্ভুক্ত Oppo K10x নামে একটি স্মার্টফোনকে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (CCC) এবং টেনা (TENAA)-এর মতো চীনা সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। কিন্তু প্রায় চার মাস কেটে গেলেও কোম্পানি এখনও এই ডিভাইসটি লঞ্চ করেনি। তবে, হঠাৎ করে আজ (১৩ সেপ্টেম্বর) ওপ্পোর তরফে নিশ্চিত করা হয়েছে যে, Oppo K10x চীনে আগামী ১৬ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করবে। এমনকি ই-কমার্স প্ল্যাটফর্ম জিংডং মল (JD.com)-এ এই হ্যান্ডসেটের রিজার্ভেশন তালিকাটিও লাইভ হয়েছে, যা ফোনটির কয়েকটি প্রধান বৈশিষ্ট্য প্রকাশ করেছে। এছাড়াও, এক চীনা টিপস্টার Oppo K10x-এর স্পেসিফিকেশন সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।

ওপ্পো কে১০এক্স-এর মূল বৈশিষ্ট্য এবং ডিজাইন – Oppo K10x Key Features and Design

জিংডং মল (JD.com)-এর রিজার্ভেশনের তালিকায় থাকা ওপ্পো কে১০এক্স-এর ছবিগুলি ইঙ্গিত দিয়েছে যে, এই নতুন ওপ্পো হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ সমৃদ্ধ এলসিডি প্যানেল থাকবে, যার ওপরের-বাম কোণে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। ডিভাইসটি ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত হবে।

এছাড়া পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ওপ্পো কে১০এক্স-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর অবস্থান করবে বলে জানা গেছে। আর এই ক্যামেরা সেটআপের ডানদিকে “09-Kx” ব্র্যান্ডিংটি দেখা যাবে।

ওপ্পো কে১০এক্স-এর সম্ভাব্য স্পেসিফিকেশন – Oppo K10x Expected Specifications

Oppo K10x ৬.৫৯ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে আসবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হতে পারে এবং এই চিপসেটের সাথে সর্বাধিক ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। এতে নিরাপত্তার জন্য, একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাওয়া যাবে।

আবার ফটোগ্রাফির জন্য, Oppo K10x-এর ব্যাক প্যানেলে সম্ভবত ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং ২ মেগাপিক্সেলের তৃতীয় একটি সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত থাকতে পারে। Oppo K10x অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস (ColorOS) কাস্টম স্কিনে চলতে পারে। এছাড়া, হ্যান্ডসেটটির পুরুত্ব ৮.৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯৫ গ্রাম হবে।