নতুন বছরে চমক দিতে প্রস্তুত হচ্ছে OnePlus, আসছে নয়া Smart TV ও একাধিক স্মার্টফোন

ওয়ানপ্লাস ইতিমধ্যেই ভারতে একাধিক স্মার্ট টিভি (Smart TV) লঞ্চ করেছে। এগুলি সাশ্রয়ী Y সিরিজ, মিড-রেঞ্জ U সিরিজ এবং হাই-এন্ড Q সিরিজে অন্তর্ভুক্ত। নতুন একটি রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই ওয়ানপ্লাস এই সিরিজের অধীনে নতুন ৩২ ইঞ্চি ও ৪৩ ইঞ্চির -দুটি স্মার্ট টিভি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে টিভির পাশাপাশি সংস্থাটি OnePlus 10 Pro ও OnePlus Nord 2 CE 5G স্মার্টফোনের উপরও কাজ করছে বলে জানা গেছে।

OnePlus আনছে নতুন দুটি স্মার্ট টিভি

টিপস্টার মুকুল শর্মা দাবি করেছেন, ওয়ানপ্লাস খুব শীঘ্রই অন্তত দুটি স্মার্ট টিভির ওপর থেকে পর্দা সরাতে চলেছে। তবে লঞ্চের কোনও নির্দিষ্ট সময়সূচী জানাননি তিনি। মুকুল শর্মা কেবলমাত্র স্মার্ট টিভিগুলির সাইজ প্রকাশ্যে এনেছেন। তার দাবি অনুযায়ী, একটি ৩২ ইঞ্চি ও একটি ৪৩ ইঞ্চির টিভির উপর কাজ করছে ওয়ানপ্লাস। কত দামে এই টিভিগুলি বাজারে আসতে পারে সেটিও এখনও জানা যায়নি।

OnePlus 10 সিরিজ ও OnePlus Nord 2 CE 5G রয়েছে মুক্তির অপেক্ষায়

শুধু স্মার্ট টিভিই নয়, ওয়ানপ্লাস একের পর এক নতুন স্মার্টফোনও উপহার দিচ্ছে ক্রেতাদের। সম্প্রতি ওয়ানপ্লাসের সিইও পেট লাও (Pete Lau) ঘোষণা করেছেন, তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ OnePlus 10-এর অধীনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ OnePlus 10 Pro ফোনটি আগামী বছরের জানুয়ারি মাসে লঞ্চ হবে। অনুমান করা হচ্ছে এই ফোনে থাকতে পারে, ৬.৭ ইঞ্চির এলটিপিও AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

ফটোগ্রাফির জন্য OnePlus 10 Pro ফোনে দেওয়া হতে পারে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৮ মেগাপিক্সেলের আরও একটি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনের সামনে দেখা যেতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

অন্যদিকে, OnePlus Nord CE 5G ফোনের উত্তরসূরী হিসেবে বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus Nord 2 CE 5G স্মার্টফোনটি। এর আগে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট ও সাম্প্রতিক রেন্ডার থেকে জানা যাচ্ছে, এই ফোনে দেখা যেতে পারে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।

OnePlus Nord CE 5G ফোনে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে দেখা যেতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এই ফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসরটি। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord 2 CE 5G ফোনে দেওয়া হতে পারে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।