Google Pxel 8 Pro কেমন দেখতে হবে? লঞ্চের আগেই ফাঁস হল ডিজাইন, ছবি দেখে নিন

গুগল (Google) প্রতি বছর অক্টোবরে তাদের Pixel-ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চ করে থাকে। এবছরও, Pixel 8 এবং Pixel 8 Pro মডেলগুলি আগামী অক্টোবর মাস নাগাদ বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। আর এখন প্রত্যাশিত লঞ্চের আগে, এক সুপরিচিত টিপস্টার এবং একটি প্রকাশনার যৌথ উদ্যোগে Pixel 8 Pro-এর সিএডি (CAD) রেন্ডারগুলি প্রকাশ্যে এসেছে। এই ছবিগুলি পরবর্তী প্রজন্মের Pixel ফ্ল্যাগশিপের ‘ফার্স্ট লুক’-টি সামনে এনেছে। আসুন তাহলে ফাঁস হওয়া রেন্ডারগুলি Pixel 8 Pro সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করলো, জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Google Pixel 8 Pro-এর সর্বপ্রথম CAD রেন্ডার

টিপস্টার স্টিভ হেমারস্টোফার এবং স্মার্টপ্রিক্স যৌথভাবে গুগল পিক্সেল ৮ প্রো-এর রেন্ডারগুলি প্রকাশ করেছে। এই রেন্ডার অনুযায়ী, পূর্বসূরি মডেলগুলির মতো এই ফোনে আর বক্সি ডিজাইন দেখা যাবে না। হ্যান্ডসেটটির কোনগুলি গোলাকার হবে। এদিকে, ডিভাইসটির রিয়ার প্যানেলে একটি উত্থিত ক্যামেরা বার থাকবে, যার মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর সম্বলিত ডিম্বাকৃতি মডিউল অবস্থান করবে। ক্যামেরা বারটিতে একটি এলইডি ফ্ল্যাশ এবং ডানদিকে একটি অজানা নতুন সেন্সর উপস্থিত থাকবে৷ আর গুগলের লোগোটি রিয়ার শেলের কেন্দ্রে দেখতে পাওয়া যাবে।

এছাড়া, গুগল পিক্সেল ৮ প্রো-এর সামনের দিকে ৬.৫২ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে, যার উপরে, বাম এবং ডানদিকে পাতলা বেজেল অবস্থান করবে। ডিভাইসটির নিচের বেজেলটি কিছুটা পুরু হবে। ফোনটির ওপরের প্রান্তে একটি মাইক্রোফোন দেখা যাবে বলে মনে হচ্ছে, যেখানে এর বিপরীত প্রান্তে একটি ইউএসবি-সি পোর্ট উপস্থিত থাকবে যা এক জোড়া স্পিকার গ্রিলের মাঝে স্থাপন করা হবে।

আবার, Google Pixel 8 Pro-এর বাম দিকে সিম ট্রে পাওয়া যাবে, যেখানে এর ডান প্রান্তে পাওয়ার বাটন এবং একটি ভলিউম রকার অবস্থান করবে। রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, ডিভাইসটির পরিমাপ হবে ১৬২.৬ x ৭৬.৭ x ৮.৭ মিলিমিটার। ক্যামেরা বাম্পে, ডিভাইসটির পুরুত্ব ১২ মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে।

সাম্প্রতিক একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে Google Pixel 8 এবং 8 Pro-এর কোডনেম যথাক্রমে শিবা (Shiba) এবং হাস্কি (Husky)। উভয় ফোনেই পরবর্তী প্রজন্মের গুগল টেনসর জি৩ চিপসেট থাকতে পারে। অনুমান করা হচ্ছে যে, Pixel 8 সিরিজটি একই সময়ে ছোট এবং দীর্ঘ এক্সপোজার যুক্ত দৃশ্যগুলি ক্যাপচার করার জন্য এইচডিআর (HDR) প্রযুক্তি সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, Google Pixel 8 Pro মডেলটি একটি আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করতে পারে।