Redmi Note 11S ও Redmi Note 11 ভারতে লঞ্চ হওয়ার আগেই দাম ফাঁস হল, কত খরচ হবে দেখুন

ফেব্রুয়ারির ৯ তারিখে Redmi Note 11S ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। আবার সংস্থা কিছু না বললেও সূত্রের খবর, সে দিন Redmi Note 11 স্মার্টফোনটিও এ দেশে আত্মপ্রকাশ করবে। বিদেশের বাজারে আগেই লঞ্চ হওয়ার কারণে ফোনগুলির স্পেসিফিকেশন বা ফিচারগুলির বিষয়ে আমরা ওয়াকিবহল। Redmi Note 11S ও Redmi Note 11-এর দাম ভারতে কত হবে, এখন সেই নিয়ে ইঙ্গিত করেছেন টিপস্টার যোগেশ ব্রার (Yogesh Brar)।

ভারতে Redmi Note 11S ও Redmi Note 11-এর দাম

যোগেশের দাবি, Redmi Note 11S-এর বেস ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ অথবা ১৭,৪৯৯ টাকা থেকে শুরু হবে। অন্য দিকে, Redmi Note 11-এর মূল্য ১৩,৯৯৯ টাকা অথবা ১৪,৪৯৯ টাকা হওয়ার সম্ভাবনা। খবরটি সত্যি হলে স্মার্টফোনগুলি তাদের পূর্ববর্তী মডেলের তুলনায় দামি হবে। কারণ Redmi Note 11 ও Redmi Note 11S-এর দাম যথাক্রমে ১১,৯৯৯ টাকা ও ১৪,৯৯৯ টাকা থেকে শুরু।

Redmi Note 11-এর স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে, এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল (মেইন) + ৮ মেগাপিক্সেল (আল্ট্রা ওয়াইড) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) + ২ মেগাপিক্সেল (ডেপ্থ) কোয়াড ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এসেছে।

অন্য দিকে, Redmi Note 11S স্মার্টফোনে আরও পাওয়ারফুল MediaTek Helio G96 প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া, Redmi Note 11S-এর বাকি স্পেসিফিকেশনগুলি Redmi Note 11-এর অনুরূপ।