Redmi Note 11 সিরিজের ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, এল HyperOS আপডেট

Redmi Note 11 সিরিজের জন্য এবার HyperOS আপডেট রোলআউট করা হচ্ছে। সর্বপ্রথম Xiaomi 12T ফোনের জন্য এই আপডেট আনা হয়। এরপর বেশ কয়েকটি ডিভাইসে নয়া অপারেটিং সিস্টেমের আপডেট এসেছে। এখন Redmi Note 11 সিরিজও HyperOS কাস্টম স্কিন দ্বারা চলবে। এই সিরিজের অধীনে Redmi Note 11 / NFC ও Redmi Note 11 Pro 4G ফোনগুলি আপডেট পাবে।

Redmi Note 11 সিরিজের জন্য এল HyperOS আপডেট

জানিয়ে রাখি, রেডমি নোট ১১ সিরিজ অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন সহ লঞ্চ হয়েছিল।এখন নতুন হাইপারওএস আপডেট পেল। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক আপডেট। আর রেডমি নোট ১১ সিরিজ অ্যান্ড্রয়েড ১৪ আপডেট পাবে না বলেই জানা গেছে।

ফলে বলতে দ্বিধা নেই যে, Redmi Note 11 / NFC ও Redmi Note 11 Pro 4G এর জন্য এটাই শেষ বড় আপডেট। আর যেসমস্ত ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ১৪ আপডেট আসবে না বলে হতাশ হচ্ছেন, তাদের বলি যে নতুন হাইপারওএস আপডেট একাধিক ফিচার অফার করবে।

জানিয়ে রাখি, Redmi Note 11 / NFC ফোনের জন্য আসা HyperOS আপডেটের বিল্ড নম্বর OS1.0.3.0.TGCMIXM ও OS1.0.3.0.TGKMIXM। অন্যদিকে Redmi Note 11 Pro 4G ডিভাইসটি OS1.0.2.0.TGDMIXM বিল্ড নম্বর সহ আপডেট পাচ্ছে।