দেড় বছর পর শীর্ষস্থান দখল! SUV বিক্রির নিরিখে টাটা, মারুতি-কে হারিয়ে চমক কোরিয়ান সংস্থার

আপডেটেড ভার্সন হোক বা এক্কেবারে নতুন, বিগত বছর ধরে ভারতে একের পর এক নতুন এসইউভি (SUV) লঞ্চ হয়ে আসছে। এমনকি ক্রেতাদের মধ্যেও এই ধরনের গাড়ি কেনার শখ এখন বেশি। বছরের অন্যান্য মাসের মত মে’তেও এসইউভি মার্কেট ছিল গরম। বিগত এক-দেড় বছর এই সেগমেন্টে Tata Nexon ও Maruti Brezza-র মধ্যে প্রথম স্থান দখলের লড়াই দেখা গেছে। তবে গত মাসে দুটি গাড়িকেই পরাজিত করে শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ কোরিয়ান সংস্থার একটি জনপ্রিয় মডেল। বিক্রির নিরিখে কে কোন জায়গায় দাঁড়িয়ে চলুন দেখে নেওয়া যাক।

Hyundai Creta

প্রায় দেড় বছর বাদে দেশের সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়ির তকমা পেয়েছে Hyundai Creta। গত মাসে ১৪,৪৪৯ ইউনিট বিক্রির মাধ্যমে Brezza ও Nexon-কে টপকে গিয়েছে গাড়িটি। এপ্রিলে বিক্রি হয়েছিল ১৪,১৮৬ ইউনিট। অত্যাধুনিক ফিচার এবং বিভিন্ন ট্রান্সমিশন বিকল্পের জন্য Creta এদেশে অতি জনপ্রিয় একটি গাড়ি।

Tata Nexon

দীর্ঘদিন জনপ্রিয়তম এসইউভি গাড়ির হিসেবে পরিচিত Tata Nexon তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে। গত মাসে গাড়িটির ১৪,৪২৩ পিস বেচেছে টাটা। বিক্রির নিরিখে Creta-র তুলনায় নেক্সন মাত্র ২৬ ইউনিট পিছিয়ে রয়েছে। এপ্রিলে এটি বিক্রি হয়েছিল ১৫,০০৩ ইউনিট।

Maruti Brezza

Maruti Brezza তালিকার তৃতীয় স্থান দখল করেছে। গত মাসে গাড়িটির ১৩,৩৯৮ নতুন মডেল ক্রেতারা নিজের বাড়িতে নিয়ে এসেছেন। এপ্রিলে গাড়িটির বিক্রিবাটা হয়েছিল ১১,৩৮৬ ইউনিট।

Tata Punch

তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে Tata Punch-এর নাম। প্রতি মাসেই মাইক্রো এসইউভি গাড়িটি বিক্রির দিক থেকে টাটার মুখে হাসি ফোটায়। মে মাসেও যার অন্যথা হয়নি। এটি বিক্রি হয়েছে ১১,১২৪ ইউনিট। যেখানে এপ্রিলে গাড়িটি ১০,৯৩৪ নতুন ক্রেতার মুখ দেখেছিল।

Hyundai Venue

মে’তে ১০,২১৩ ইউনিট বিক্রির নিরিখে সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়ির তালিকার পঞ্চম স্থানে জায়গা পেয়েছে Hyundai Venue। ২০২২-এর দ্বিতীয়াধে ফেসলিফ্ট মডেল লঞ্চের পর থেকেই গাড়িটির চাহিদা ঊর্দ্ধমুখী। এপ্রিলে গাড়িটির ১০,৩২৪ ইউনিট বিক্রি হয়েছিল।

প্রসঙ্গত, লঞ্চের পরই ক্রেতামহলে সাড়া জাগিয়েছে Maruti Suzuki Fronx। আগের মাসে এটি ৯,৮৬৩ নতুন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। সপ্তম স্থানের দখলদার Mahindra Scorpio। এর বিক্রিবাটার পরিমাণ ছিল ৯,৩১৮ ইউনিট। ৮,৮৭৭ ইউনিট বিক্রির মাধ্যমে আট নম্বরে জায়গা করে নিয়েছে Maruti Grand Vitara। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Kia Sonet ও Mahindra Bolero। এদের বিক্রির অঙ্ক যথাক্রমে ৮,২৫১ ইউনিট ও ৮,১৭০ ইউনিট।