Kawasaki 125cc মোটরসাইকেলের সমান ক্ষমতার ইলেকট্রিক বাইক আনল, ছবি দেখুন

Avatar

Updated on:

Kawasaki Electric Motorcycle showcased at Intermot 2022

জার্মানিতে অনুষ্ঠিত ইন্টারমট ২০২২ ইভেন্টে জাপানি টু হুইলার ব্র্যান্ড কাওয়াসাকি (Kawasaki) তাদের আসন্ন ইলেকট্রিক মোটরসাইকেলের প্রোটোটাইপ বা নমুনা মডেলের ঝলক দেখালো। যেটি Kawasaki Z250 স্ট্রিট নেকেড মডেলটির উপর ভিত্তি করে তৈরি। অনুমান করা হচ্ছে প্রদর্শিত মডেলটি ২০২৩-এ আন্তর্জাতিক বাজারে লঞ্চ করবে সংস্থা। তবে এই প্রথমবার নয়, এর আগে আগস্টে ‘সুজুকি ৮ আওয়ার্স এন্ডুরেন্স রেস’-এ এই একই কনসেপ্ট মোটরসাইকেলটি প্রথমবারের জন্য উন্মোচিত করেছিল কাওয়াসাকি। এর সাথে একটি হাইব্রিড মডেলের উপর থেকেও পর্দা সরানো হয়েছিল।

পূর্বে কাওয়াসাকি ঘোষণা করেছিল ২০২৫-এর মধ্যে তারা ১০টি ইলেকট্রিক মডেল বাজারে হাজির করবে। যার মধ্যে সম্পূর্ণ ইলেকট্রিক এবং হাইব্রিড মোটরসাইকেল থাকবে। অনুমান করা হচ্ছে এই প্রোটোটাইপের প্রোডাকশন ভার্সনটি সেই দশটি ইলেকট্রিক মোটরসাইকেলের প্রথম মডেল হতে চলেছে। ডিজাইনের প্রসঙ্গে বললে, এর সাথে Kawasaki Z250-র অনেকাংশে মিল রয়েছে। চেইন ড্রাইভ সিস্টেম সহ এতে থাকবে একটি ইলেকট্রিক মোটর। যেখানে ব্যাটারি প্যাকটি ট্যাঙ্কের ভেতর থাকতে পারে।

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে ইলেকট্রিক বাইকটিতে থাকবে একটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। দু’চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হবে। এছাড়া ইলেকট্রিক মোটরসাইকেলটির সম্পর্কে বিশেষ কোন তথ্য খোলসা করেনি কাওয়াসাকি। ফাঁস হওয়া নথিতে দাবি করা হয়েছে, এর মোটরের আউটপুট হতে পারে ১৪.৮ এইচপি, যা একটি ১২৫ সিসি বাইকের সমতুল্য।

বাইকটির ব্যাটারি ক্যাপাসিটি, রেঞ্জ এবং চার্জিং টাইম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এদিকে সম্প্রতি কাওয়াসাকি হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য টয়োটার সাথে গাটছঁড়া বাঁধার কথা ঘোষণা করেছে। যা কাওয়াসাকির টু-হুইলারে ব্যবহৃত হতে পারে।

সঙ্গে থাকুন ➥