Valentine’s Day Gift: প্রেম দিবসে প্রিয়জনকে উপহার দিন এই স্মার্টফোনগুলি, দাম বাজেটের মধ্যে

ভ্যালেন্টাইন্স ডে -তে উপহার দেওয়ার জন্য সেরা ৫টি স্মার্টফোনের তালিকা দেখে নিন, দাম শুরু ৯,৯৯৯ টাকা থেকে

আসন্ন ভ্যালেন্টাইন্স ডে -তে আপনি কি নিজের প্রিয়তম বা প্রিয়তমাকে বিশেষ উপহার দিয়ে চমকে দিতে চান? তবে একটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোনের থেকে সেরা উপহার আর কি হতে পারে! বিশেষত যদি আপনার পার্টনার একজন ‘টেক স্যাভি’ হন। এই কারণে আজ আমরা এই প্রতিবেদনে বিভিন্ন সেগমেন্টের এমন ৫টি স্মার্টফোন সম্পর্কে আলোচনা করবো, যা – উন্নত ডিসপ্লে প্যানেল, অ্যাডভান্স প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইভ এবং ভারী স্টোরেজ অফার করবে। এই মডেলগুলি হল – Redmi Note 13 5G, Samsung Galaxy M34 5G, Realme Narzo 60 5G, iQOO Neo 7 Pro 5G এবং Samsung Galaxy M13। এই ফোনগুলির দাম শুরু হয়েছে মাত্র ৯,৯৯৯ টাকা থেকে।

ভ্যালেন্টাইন্স ডে -তে উপহার দেওয়ার জন্য সেরা ৫টি স্মার্টফোনের তালিকা (5 best smartphones to gift on Valentine’s Day)

১. Redmi Note 13 5G (8GB+256GB) : ১৯,৯৯৯ টাকা

রেডমি নোট ১৩ ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ × ২,৪০০ পিক্সেল) AMOLED ১০-বিট প্যানেল ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর এবং মালি জি৫৭ জিপিইউ সহ এসেছে। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিন চালিত এই হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭ অ্যাপারচার সহ ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়। রেডমি নোট ১৩ ৫জি স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

২. Samsung Galaxy M34 5G (6GB+128GB) : ১৫,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি স্মার্টফোনে ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ইন-হাউস এক্সিনস ১২৮০ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ প্রি-লোডেড থাকছে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য এই ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর৷ সেলফি এবং ভিডিও কলের সুবিধার্থে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার উপস্থিত রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি সমন্বিত, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই হ্যান্ডসেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচারের সাথে এসেছে।

৩. Realme Narzo 60 5G (8GB+128GB) : ১৭,৯৯৯ টাকা

রিয়েলমি নারজো ৬০ ৫জি স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩-ইঞ্চি ফুল এইচডি প্লাস (১২০০x২৪০০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল রয়েছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর সহ এসেছে এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে রান করে। ক্যামেরা বিভাগের কথা বললে, আলোচ্য হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। আবার ডিসপ্লের উপরিভাগে ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি নারজো ৬০ ৫জি স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

৪. iQOO Neo 7 Pro 5G (12GB+256GB) : ৩৩,৯৯৯ টাকা

আইকো নিও ৭ প্রো ৫জি স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস E5 AMOLED ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট, ১,৫০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ প্রযুক্তি সাপোর্ট করে। আবার গেমিং সহ অন্যান্য অ্যাক্টিভিটির জন্য ডিসপ্লে অপ্টিমাইজেশন করতে একটি ডেডিকেটেড চিপও বিদ্যমান থাকছে এতে। তদুপরি ডিভাইসটি অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ এবং কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচওএস ১৩ কাস্টম ওএস দ্বারা চালিত। এই ফোনে – OIS সহ ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL GN5 প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এদিকে ডিসপ্লের উপরিভাগে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১২০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ আর সিকিউরির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা মিলবে।

৫. Samsung Galaxy M13 (4GB+64GB) : ৯,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এম১৩ হল একটি ৪জি স্মার্টফোন, যা ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে সহ এসেছে। এই ডিসপ্লে ৪৮০ নিট পিক ব্রাইটনেস অফার করে এবং কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন দ্বারা সুরক্ষিত। এতে সংস্থার নিজস্ব এক্সিনস ৮৫০ প্রসেসর রয়েছে। আবার ধার্য র‌্যাম ছাড়াও ১২ জিবি পর্যন্ত ‘র‌্যাম প্লাস’ ফিচারের সুবিধা পাওয়া যাবে উক্ত ডিভাইসে। তদুপরি ফটো এবং ভিডিওগ্রাফির জন্য গ্যালাক্সি এম-সিরিজের এই হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমানে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এদিকে ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট চার্জিং সমর্থন করে।