Vivo Y17s: পুজোর আগে ভিভোর নয়া চমক, দেশের বাজারে সস্তায় খুব সুন্দর ফোন আনল

গত মাসে সিঙ্গাপুরে লঞ্চের পর, Vivo Y17s অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ভারতীয় বাজারে চলে এল। এই বাজেট রেঞ্জের স্মার্টফোনটি আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G85 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন তাহলে ভারতে আগত নতুন Vivo Y17s-এর মূল্য এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo Y17s-এর মূল্য এবং লভ্যতা

ভিভো ওয়াই১৭এস ভারতে দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে, যার মধ্যে বেস ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ১১,৪৯৯ টাকা এবং উচ্চতর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ১২,৪৯৯ টাকা। ভিভো ওয়াই১৭এস বর্তমানে গ্লিটার পার্পল এবং মিস্টিক গ্রিন- এই দুই কালার অপশনে কেনার জন্য উপলব্ধ।

Vivo Y17s-এর স্পেসিফিকেশন

ভিভো ওয়াই১৭এস-এ ৬.৫৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৭২০ x ১,৬১২ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৮৪০ পিক ব্রাইটনেস, ৮৩% এনটিএসসি (NTSC) কালার গ্যামট এবং ২৬৯ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ভিভো ওয়াই১৭এস মিডিয়াটেকের হেলিও জি৮৫ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইএমএমসি ৫.১ স্টোরেজ যুক্ত রয়েছে। আবার, অতিরিক্ত স্টোরেজের জন্য এতে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও বর্তমান।

ফটোগ্রাফির জন্য, Vivo Y17s-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২
মেগাপিক্সেলের বোকেহ লেন্স দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Y17s-এ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ভিভো ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) কাস্টম স্কিনে রান করে। এছাড়া ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, একটি ইউএসবি-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং উন্নত স্থায়িত্বের জন্য আইপি৫৪-রেটেড চ্যাসিস।