Royal Enfield Classic 350 নাকি Hunter 350? কোন বাইক কেনা বিচক্ষণের কাজ

এবছর বহু প্রতীক্ষিত রোডস্টার মোটরবাইক Hunter 350 ভারতের বাজারে লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। দামের দিক থেকে যা সকলকে অবাক করে দিয়েছে। কারণ এটি সংস্থার দ্বিতীয় সর্বাধিক সাশ্রয়ী মডেল হিসেবে এসেছে। উন্নত J প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে Royal Enfield Hunter 350। যা নতুন Classic 350 ও Meteor 350-তেও দেখা যায়। এদিকে ক্লাসিক ৩৫০-এর নতুন মডেলটি ২০২১-এ বাজারে পা রেখেছিল। এই প্রতিবেদনে মোটরসাইকেল দুটির তুলনামূলক আলোচনা রইল।

Royal Enfield Classic 350 vs Hunter 350 ডিজাইন

ক্লাসিক ৩৫০-তে রেট্রো এবং সাবেকি ঘরানা বজায় রাখা হয়েছে। কারো কারো মতে এটি হল দেশের সবচেয়ে সুন্দর ডিজাইনের রেট্রো মোটরসাইকেল। উল্লেখ্য, Classic Reborn-এর বডি প্যানেলে Classic 350-এর কোনো পার্টস ব্যবহার করা হয়নি।

হান্টার ৩৫০ রয়্যাল এনফিল্ডের সাবেকি ঘরানার থেকে একটু ভিন্ন ডিজাইনের। এটি রোডস্টার গোত্রের। স্টাইলের দিক থেকে বাইকটি গ্রাহকদের যথেষ্ট আকৃষ্ট করে। এছাড়া আকর্ষণীয় কালার স্কিম বাইকটিতে অধিক গ্রহণযোগ্য করে তুলেছে।

Royal Enfield Classic 350 vs Hunter 350 আর্গোনমিক্স

আর্গোনমিক্সের প্রসঙ্গে বললে মোটরসাইকেল দুটি একে অপরের বিপরীত। ক্লাসিক ৩৫০ এ আরামদায়ক রাইডিং পজিশন রয়েছে। কারণ এতে আপরাইট রাইডিং ট্রায়াঙ্গেল উপস্থিত। অন্যদিকে হান্টার ৩৫০-এ স্পোর্ট ইয়ার রাইডিং ট্রায়াঙ্গেল সহ সামান্য রিয়ার সিট ফুটপেগ লক্ষ্যণীয়।

Royal Enfield Classic 350 vs Hunter 350 স্পেসিফিকেশন

Classic 350-তে J সিরিজের ৩৪৯ সিসির এয়ার অয়েল কুল্ড, বড় ডিসপ্লেসমেন্ট যুক্ত সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। ফাইভ স্পিড ট্রান্সমিশন যুক্ত এই ইঞ্জিনের উৎপাদিত সর্বোচ্চ ক্ষমতা ২০.২ বিএইচপি ও টর্ক ২৭ এনএম। এদিকে Hunter 350 রয়েছে একটি ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়।

Royal Enfield Classic 350 vs Hunter 350 হার্ডওয়্যার

উভয় মোটরসাইকেলের সামনে রয়েছে ৩০০ মিমি এবং পেছনে ২৭০ মিমি ডিস্ক ব্রেক। ডুয়েল চ্যানেল এবিএস সহ বেছে নেওয়া যায় বাইক দুটি। আবার উভয় মোটরসাইকেলের এন্ট্রি লেভেল মডেলে সিঙ্গেল চ্যানেল এবিএস সহ পেছনের চাকায় ১৫৩ মিমি ড্রাম ব্রেক উপস্থিত।

এছাড়া মডেল দুটিতে হ্যালোজেন হেডল্যাম্প দেওয়া হয়েছে। Classic 350 এবং Hunter 350-এর মেট্রো ভ্যারিয়েন্টে আছে একটি এলইডি টেলল্যাম্প। যেখানে রেট্রো ভ্যারিয়েন্টে উপস্থিত একটি হ্যালোজেন ইউনিট। রয়্যাল এনফিল্ড উভয় মোটরসাইকেলেই জেনুইন অ্যাক্সেসরিজের মধ্যে ট্রিপার নেভিগেশন অফার করে।

Royal Enfield Classic 350 vs Hunter 350 দাম

Royal Enfield Hunter 350 সংস্থার দ্বিতীয় সর্বাধিক সস্তার মডেল হিসেবে এসেছে। এর বর্তমান বাজার মূল্য ১.৫০-১.৭২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে Classic 350-এর দাম ১.৯০-২.২১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে ক্লাসিক ৩৫০ এর দাম অনেকটাই বেশি। তাই পকেট বাঁচাতে চান এবং চলাফেরার গন্ডি যদি শহরের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে হান্টার ৩৫০ আদর্শ।