মাত্র ৮ হাজার টাকার কমে 6GB র‍্যামের সাথে ভারতে আসছে Tecno Spark সিরিজের ফোন

এবছর মাসখানেকের মধ্যেই স্মার্টফোন সংস্থা টেকনো (Tecno) তাদের প্রায় আধ ডজন নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করে ফেলেছে। আবার সম্প্রতি সংস্থাটি ঘোষণা করেছে তাদের Tecno Spark সিরিজের অধীনে আরও একটি নতুন সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট চলতি মাসেই এদেশের বাজারে আনতে চলেছে। যদিও এখনও সংস্থা এই এন্ট্রি লেভেল ফোনটির স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেনি। তবে ফোনটির দাম ও মেমরি কনফিগারেশন সামনে এনেছে সংস্থা। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই আসন্ন Tecno Spark স্মার্টফোনটির সম্পর্কে ঠিক কি কি তথ্য সামনে এসেছে।

ভারতীয় বাজারে ফেব্রুয়ারিতেই আসছে নয়া Tecno Spark স্মার্টফোন

গ্যাজেটস ৩৬০ (Gadgets360)- এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, টেকনোর তরফে জানানো হয়েছে যে, তাদের আসন্ন টেকনো স্পার্ক স্মার্টফোনে থাকবে ৬ জিবি র‍্যাম এবং ফোনটির দাম ৮,০০০ টাকারও কম রাখা হবে। সংস্থা আরো জানিয়েছে যে, লঞ্চের পর ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে বিক্রির জন্য উপলব্ধ হবে।

প্রসঙ্গত, সংস্থার প্রস্তাবিত মূল্যটি একটি ৬ জিবি র‍্যাম যুক্ত ডিভাইসের জন্য যথেষ্টই ভালো বলে মনে করা হচ্ছে। তবে, এই পরিমাণ র‍্যাম এত কম দামে দেওয়ার ফলে ফোনের অন্যান্য স্পেসিফিকেশনগুলির ওপর প্রভাব পড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। অবশ্য সংস্থা কোথায় আপস করছে তা জানা যায়নি।

টেকনো নিশ্চিত করেছে যে, স্মার্টফোনটি চলতি মাসের শেষের দিকে ভারতে লঞ্চ করা হবে। তবে লঞ্চের নির্দিষ্ট কোনও তারিখ প্রকাশ করা হয়নি। আশা করা যায় যে, সংস্থা শীঘ্রই লঞ্চের তারিখ ঘোষণা করবে, সেইসাথে আগামী দিনে ফোনের স্পেসিফিকেশন এবং ফিচারগুলিও টিজারের মাধ্যমে সামনে আসবে।

উল্লেখ্য, ৮,০০০- এর কমে আসন্ন ৬ জিবি র‍্যাম যুক্ত ফোনটি ছাড়াও, টেকনো ভারতীয় বাজারে স্পার্ক সিরিজের অধীনে আরেকটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যেটি Tecno Spark 8C নামে বাজারজাত হবে বলে জানা গেছে। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম 5G স্মার্টফোন Tecno Pova 5G লঞ্চ করার কয়েকদিন পরেই এই ফোনটির সম্পর্কে জানা যায়।