Xiaomi 13T সিরিজ লঞ্চ হতে পারে পুজোর আগেই, ফিচার্সে থাকবে প্রচুর চমক

শাওমি গত বছর অক্টোবর মাসে লঞ্চ হওয়া তাদের 12T সিরিজের উত্তরসূরি হিসাবে Xiaomi 13T আগামী সেপ্টেম্বরে লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে। এই সিরিজে দুটি মডেল থাকবে – Xiaomi 13T এবং Xiaomi 13T Pro। ফোনগুলিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। এমনকি এগুলিকে একাধিক সার্টিফিকেশন সাইটেও স্পট করা গেছে। আর এখন স্ট্যান্ডার্ড Xiaomi 13T মডেলটি উপস্থিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC)-এর সার্টিফিকেশন প্ল্যাটফর্মে, যা এর কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন এগুলি জেনে নেওয়া যাক।

Xiaomi 13T পেল FCC-এর অনুমোদন

2306EPN60G মডেল নম্বর সহ শাওমি ১৩টি ইতিমধ্যেই ইউরোপিয়ান ইকনোমিক কমিউনিটি (EEC), আইএমইআই (IMEI) ডেটাবেস, সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA), টিকেডিএন (TKDN)-এর মতো একাধিক প্ল্যাটফর্ম থেকে সার্টিফিকেশন লাভ করেছে। আর এখন ফোনটি একই মডেল নম্বরের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর সাইটেও তালিকাভুক্ত হয়েছে। টিপস্টার মুকুল শর্মার শেয়ার করা এফসিসি ডকুমেন্ট অনুযায়ী, শাওমি ১৩টি-এ এমআইইউআই ১৪ সফটওয়্যার সংস্করণটি প্রিইন্সটল করা থাকবে এবং এনএফসি (NFC), ৫জি (5G), ওয়াই-ফাই ৮০২.১১এএক্স, ব্লুটুথ ও জিএনএসএস-এর মতো কানেক্টিভিটি অপশন অফার করবে।

এছাড়াও, এফসিসি ডেটাবেস থেকে জানা গেছে যে শাওমি ১৩টি-এর তিনটি স্যাম্পেল পরীক্ষাধীন রয়েছে। দুটি নমুনায় ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ এবং গ্লাস ব্যাক কভার দেখা যায়। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ তৃতীয় স্যাম্পেলে একটি পিইউ ব্যাক কভার রয়েছে।

Xiaomi 13T-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা গেছে যে Xiaomi 13T ফোনটি 1.5K রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে৷ মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০০ প্লাস বা স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ২ চিপসেট ব্যবহার হতে পারে এতে। ক্যামেরা সেটআপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা না গেলেও, অনুমান করা হচ্ছে যে Xiaomi 13T সিরিজটি আগামী ১ সেপ্টেম্বর গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, যার বেস মডেলটির দাম রাখা হবে ৫৯৯ পাউন্ড (প্রায় ৬৪,৩৭০ টাকা)। ডিভাইসটিতে ৬৭ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, Xiaomi 13T Pro মডেলটি চীনের মার্কেটে আসন্ন Redmi K60 Ultra-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে জানা গেছে। ফোনটির গিকবেঞ্চ (Geekbench) লিস্টিংটি ইঙ্গিত করেছে যে, এতে MediaTek Dimensity 9200+ প্রসেসর ব্যবহার করা হবে। 13T Pro মিডো গ্রিন কালার অপশন আসতে পারে এবং এর দাম ৭৯৯ পাউন্ড (প্রায় ৮৫,৮৫০ টাকা) হতে পারে বলে আশা করা হচ্ছে।