Smartphones: অনলাইন থেকে সস্তায় কেনা ফোন আসল নাকি নকল এভাবে যাচাই করুন

Avatar

Published on:

How to know Smartphone original or fake

অনেক সময় অনলাইন ই-কমার্স ওয়েবসাইটগুলি সেলের আয়োজন করে। এই সেলে বাম্পার অফারও দেওয়া হয়। আর বিশাল ডিসকাউন্ট দেখে মানুষ এই সেল থেকে পছন্দের স্মার্টফোন (Smartphones Sale) কিনে নেয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, সস্তায় অনলাইন থেকে কেনা স্মার্টফোনটি আসল নাকি নকল? এক্ষেত্রে বেশ কিছু উপায় রয়েছে কোনো ডিভাইস আসল নাকি নকল তা চেক করার। এই প্রতিবেদনে আমরা সেগুলির বিষয়ে জানাবো।

SMS পাঠিয়ে জানুন ফোন আসল নাকি নকল

টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট এমন একটি সুবিধা দেয়, যার মাধ্যমে আপনি এসএমএস পাঠিয়ে ফোনের সম্পূর্ণ বিবরণ পেতে পারবেন। এরজন্য ১৪৪২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে। মেসেজে KYM লিখে একটি স্পেসের পর আপনার ফোনের ১৫-ডিজিটের IMEI নম্বর দিতে হবে।

এরপর আপনার ফোনে সমস্ত তথ্য চলে আসবে। এছাড়া C-DOT এর অ্যাপের ( KYM – Know Your Mobile) মাধ্যমে আপনার ফোনটি আসল নাকি নকল তা জানতে পারবেন।

ফোনের IMEI নম্বর কীভাবে পাবেন

ফোনের আইএমইআই নম্বর পেতে *#০৬# ডায়েল করতে হবে। এরপর স্ক্রিনে দুটি আইএমইআই নম্বর আসবে। এরমধ্যে আপনি যেকোনো একটি ব্যবহার করতে পারেন।

সঙ্গে থাকুন ➥