Voter Helpline App: ভোটার তালিকায় নাম তোলা থেকে ভোটার স্লিপ ডাউনলোড, সব হবে এই একটি অ্যাপে

Avatar

Published on:

Loksabha Election 2024

২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন (Loksabha Election)। প্রতিবারের মতো এবারও নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ পরিচালনার দায়িত্বে থাকবেন নির্বাচন কমিশন। যারা ভোটারদের সুবিধার্থে ২০১৯ সালে ভোটার হেল্প লাইন অ্যাপ (Voter Helpline App) চালু করেছিল। যে অ্যাপটিকে নির্বাচন সংক্রান্ত সকল প্রয়োজনের একটি ওয়ান স্টপ গন্তব্য বলা যায়। আপনি এখান থেকে একাধিক পরিষেবা পাবেন। আসুন Voter HelpLine অ্যাপের বৈশিষ্ট্যগুলি জেনে নেওয়া যাক।

Voter Helpline অ্যাপের বৈশিষ্ট্য

  • ভোটার তালিকায় নাম – ভোটার হেল্প লাইন অ্যাপের সাহায্যে ভোটাররা ভোটার তালিকায় তাদের নাম অনুসন্ধান করতে পারবেন। এর পাশাপাশি, তারা ভোট দেওয়ার যোগ্য কি না তাও পরীক্ষা করতে সক্ষম হবেন।
  • ভোটার রেজিস্ট্রেশন – যদি ভোটার লিস্টে আপনার নাম রেজিস্টার্ড না হয়ে থেকে, তবে এই অ্যাপটির সাহায্যে আপনি নির্বাচনী তালিকায় নিজের রেজিস্ট্রেশন করতে পারেন। এর সাথে, আপনি তথ্য সংশোধনও করতে পারবেন।
  • ভোটার স্লিপ ডাউনলোড – এই অ্যাপের মাধ্যমে, ভোটাররা ভোট দেওয়ার জন্য ভোটার তালিকা বা ডিজিটাল ফটো ভোটার স্লিপ ডাউনলোড করতে পারেন।
  • নির্বাচন সংক্রান্ত বিবরণ – এই অ্যাপে ব্যবহারকারীরা নির্বাচন সংক্রান্ত তথ্য, ফলাফলের আপডেট এবং প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
  • অ্যাপের উপলব্ধতা – ভোটার হেল্পলাইন অ্যাপ Android এবং iOS উভয় প্ল্যাটফর্মের জন্য উপলব্ধ।
  • ভোটার তালিকায় নাম কিভাবে খুঁজে পাবেন – ভোটার হেল্পলাইন অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা ভোটার তালিকায় তাদের নাম অনুসন্ধান করতে পারবেন এবং নির্বাচনী তালিকা ডাউনলোড করতে পারবেন ভোটার তালিকায় নাম অনুসন্ধান করতে, আপনাকে অ্যাপের হোম পেজে দৃশ্যমান অনুসন্ধান বারে ক্লিক করতে হবে।

সার্চ বারে ট্যাপ করার সাথে সাথে একটি নতুন পেজ খুলবে, যেখানে ব্যবহারকারীরা মোবাইল নম্বর, QR কোড, বিবরণ বা EPIC নম্বর প্রবেশ করে ভোটার তালিকায় তাদের নাম অনুসন্ধান করতে পারেন।

  • বিবরণ দ্বারা অনুসন্ধান করুন – নিজের নাম, পিতা/স্বামীর নাম, জন্ম তারিখ/বয়স, লিঙ্গ, রাজ্য বা নির্বাচনী এলাকা সম্পর্কিত তথ্য ব্যবহার করে ভোটার তালিকায় নিজের নাম খুঁজতে পারবেন।
  • EPIC দ্বারা অনুসন্ধান করুন – আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তবে আপনি EPIC (ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড) নম্বর লিখেও নিজের নাম খুঁজতে পারবেন।
  • মোবাইল নম্বর – যদি আপনার মোবাইল নম্বরটি ভোটার আইডির সাথে যুক্ত থাকে, তাহলে আপনি আপনার মোবাইল নম্বরের মাধ্যমে ভোটার তালিকায় নিজের নাম খুঁজতে পারবেন।

ভোটার হেল্পলাইন অ্যাপের বিশেষ বৈশিষ্ট্য

  • ভোটার হেল্পলাইন অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
  • নির্বাচন কমিশন ২০১৯ সালে ভোটার হেল্পলাইন অ্যাপ চালু করেছিল। আর তারপর থেকে এটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ১০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।
  • প্রাইভেসি ফিচার সম্পর্কে কথা বললে, এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের কোনো ধরনের তথ্য সংরক্ষণ করে না।
সঙ্গে থাকুন ➥