Samsung-কে দেখে আগামী বছর এই বিশেষ ফিচার্সের সঙ্গে iPhone আনতে পারে Apple

অ্যাপল এই বছর iPhone 16 সিরিজ লঞ্চ করতে চলেছে। লাইনআপটি আগামী সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে আসবে বলে আশা করা যায়। যদিও ইতিমধ্যেই 2025 সালে লঞ্চ হতে চলা iPhone 17 নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, এই ফোনগুলি একটি আপগ্রেড করা ডিসপ্লে দ্বারা সজ্জিত হতে পারে, যা পূর্ববর্তী মডেলগুলির তুলনায় দুটি ক্ষেত্রে উন্নতি অফার করবে। এক চীনা টিপস্টার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে, iPhone 17-এ এমন স্ক্রিন থাকবে, যা কম আলো প্রতিফলিত করবে এবং আরও বেশি স্ক্র্যাচ প্রতিরোধী হবে। এই বছরের শুরুর দিকে, দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা স্যামসাং (Samsung) কর্নিং গরিলা গ্লাস আর্মার (Corning’s Gorilla Glass Armor) স্ক্রিন সহ তাদের ফ্ল্যাগশিপ Galaxy S24 Ultra ফোনটি লঞ্চ করেছিল, যা এই একইরকম কার্যকারিতা প্রদান করতে সক্ষম।

iPhone 17-এর স্ক্রিন অধিক স্ক্র্যাচ প্রতিরোধ ও কম আলো প্রতিফলিত করবে

টিপস্টার ইন্সট্যান্ট ডিজিটাল তার একটি সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট) পোস্টে জানিয়েছেন যে, অ্যাপল কোটিংয়ের জন্য সরঞ্জাম কিনেছে, যা চীনে আইফোনের সাপ্লাই চেইনে প্রবেশ করছে। কিন্তু এটিকে আইফোন 16-এ ব্যবহার করা হবে না, যেহেতু সিরিজটি এ বছরের দ্বিতীয়ার্ধেই লঞ্চ হতে চলেছে। পরিবর্তে, টিপস্টার দাবি করেছেন যে এটি আইফোন 17 সিরিজে ব্যবহৃত হবে, যা কম আলোর প্রতিফলন এবং স্ক্র্যাচ প্রতিরোধের মতো উন্নত ডিসপ্লে ফিচার্স অফার করবে।

টিপস্টারের দাবি, আসন্ন আইফোন 17 সিরিজে একটি “সুপার হার্ড” অ্যান্টি-রিফ্লেক্টিভ লেয়ার যুক্ত ডিসপ্লে থাকবে। পতনজনিত ক্ষতি থেকে সুরক্ষা প্রদানকারী কোম্পানির অত্যাধুনিক সিরামিক শিল্ড গ্লাস প্রযুক্তিকেও আপগ্রেড করা হবে বলে শোনা যাচ্ছে, যা পূর্ববর্তী মডেলগুলির তুলনায় উন্নত স্ক্র্যাচ রেজিস্ট্যান্স অফার করবে।

জানিয়ে রাখি, এই অ্যান্টি-রিফ্লেক্টিভ ডিসপ্লে টেকনলজির অনুরূপ প্রযুক্তি Samsung Galaxy S24 সিরিজের টপ-অফ-দ্য-লাইন মডেল, Galaxy S24 Ultra-এর স্ক্রিনেও দেখা যায়। এই মডেলটি কর্নিং গরিলা গ্লাস আর্মারের আবরণ দ্বারা সুরক্ষিত, যা উন্নত স্ক্র্যাচ প্রোটেকশন প্রদান করে এবং অন্যান্য স্মার্টফোন প্যানেলের তুলনায় আরও কার্যকরীভাবে প্রতিফলন কমাতে পারে বলে দাবি করা হয়।

যদি টিপস্টারের এই দাবিগুলি সত্য হয়, তাহলে উজ্জ্বল আলোতেও iPhone 17-এর স্ক্রিনের লেখা পড়তে ও দেখতে সমস্যা হবে না এবং এগুলি আগের iPhone মডেলের থেকেও বেশি স্ক্র্যাচ প্রতিরোধ করবে। তবে এটা মনে রাখতে হবে যে, iPhone 17 লাইনআপের বাজারে আসতে এখনও দেড় বছরেরও বেশি সময় বাকি এবং বর্তমানে এই সিরিজের হ্যান্ডসেটের স্ক্রিন স্পেসিফিকেশন সম্পর্কিত অন্য কোন তথ্য উপলব্ধ নেই।