চ্যাটিং হবে মজাদার, WhatsApp Web-এর জন্য আসছে মেসেজ রিঅ্যাকশন ফিচার

খুব দ্রুত হোয়াটসঅ্যাপ ওয়েব (Whatsapp Web) প্ল্যাটফর্মে নতুন বিশেষত্ব জুড়তে চলেছে। এর ফলে প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা দুর্দান্ত মেসেজিং অভিজ্ঞতা উপভোগের সুযোগ পাবেন। পরিচিত যোগাযোগ, বন্ধু-বান্ধব ও আত্মীয়-প্রিয়জনের সঙ্গে এই মজা ভাগ করে নিতেও কোন অসুবিধে নেই। অন্য কোনো বিশেষত্ব নয় বরং এখানে হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণের বহু প্রতীক্ষিত মেসেজ রিঅ্যাকশন (Message Reaction) ফিচারের কথাই বলা হচ্ছে। আপাতত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ফিচারটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উপরে কাজ করছেন।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে অধরা হলেও মেসেঞ্জার (Messenger) ও ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারকারীরা অনেক আগে থেকেই মেসেজ রিঅ্যাকশন ফিচার ব্যবহারের সুযোগ পেয়েছেন। ব্যবহারকারীদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে এই ফিচারের কোন তুলনা হয় না বলে প্রযুক্তিপ্রেমীদের অভিমত। সুতরাং হোয়াটসঅ্যাপ ওয়েব (Whatsapp Web) সংস্করণে ফিচারটি যুক্ত হলে তা যে মেসেজিং প্ল্যাটফর্মটির প্রতি ইউজারদের আকর্ষণকে আরো তীব্র করবে, সেটা আলাদা করে বলে দিতে হয়না।

কেমন হবে Whatsapp Web-এর Message Reaction ফিচার?

হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণে মেসেজ রিঅ্যাকশন ফিচারের ব্যবহার ঠিক কেমন হবে তা WABetaInfo সাম্প্রতিক ব্লগ পোস্টে ব্যাখ্যা করেছে। পোস্টের দাবী মেসেজ রিঅ্যাকশন ফিচার ব্যবহারের ক্ষেত্রে ইউজার যে কোনো ইমোজির সাহায্যে নিজের মনোভাব ব্যক্ত করতে পারবেন। গ্রুপে উপস্থিত অন্যেরা তার প্রতিক্রিয়া দেখতে পাবেন বলেই ব্লগ পোস্টে জানানো হয়েছে। প্রতিটি মেসেজ অগণিত প্রতিক্রিয়া ধারণ করতে পারবে। তবে প্রতিক্রিয়ার সংখ্যা ৯৯৯ -এর বেশী হলে স্ক্রিনে ‘৯৯৯+’ লেখা ফুটে উঠবে।

নিজেদের টুইটার পোস্টে WABetaInfo আরো জানিয়েছে যে, প্রতিটি মেসেজ পিছু একজন ব্যবহারকারী একাধিক রিঅ্যাকশন প্রদান করতে পারবেন। এক্ষেত্রে আলাদা আলাদা সময়ে তারা পৃথক পৃথক ইমোজির সাহায্য নিতে পারেন। এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার সক্রিয় থাকায় চ্যাট বহির্ভূত কোনো ব্যক্তির পক্ষে ইউজারের প্রতিক্রিয়া দেখা সম্ভব হবেনা বলেও WABetaInfo -র বক্তব্য।

অবগতির জন্য জানিয়ে রাখি, শুধুমাত্র গ্রুপে নয়, বরং ব্যক্তিগত চ্যাটে ব্যবহারের জন্যেও নয়া মেসেজ রিঅ্যাকশন ফিচারটিকে সবদিক দিয়ে আকর্ষণীয় করে তোলা হচ্ছে! পরীক্ষাধীন পর্যায়ের কাজ সম্পন্ন হলেই হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণে আমরা এই ফিচার দেখতে পাবো।

Money Heist -এর আদলে WhatsApp আনলো Sticker Heist অ্যানিমেটেড স্টিকার প্যাক

একইসাথে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত আরেকটি তথ্য বলে রাখি। একদিন আগেই এই মেসেজিং প্ল্যাটফর্মে একটি নতুন অ্যানিমেটেড স্টিকার প্যাক যুক্ত করা হয়েছে। নেটফ্লিক্সের (Netflix) স্প্যানিশ থ্রিলার সিরিজ মানি হেইস্টের (Money Heist) জনপ্রিয়তাকে কাজে লাগাতে উক্ত স্টিকার সিরিজের নাম দেওয়া হয়েছে স্টিকার হেইস্ট (Sticker Heist)! ৬৫৮ কেবি (Kb) আয়তনের এই অ্যানিমেটেড স্টিকার প্যাকে প্রফেসর, লিসবন, নাইরোবি সহ অন্যদের মোট ১৭টি স্টিকার জায়গা পেয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন