বেশি দেরি করলে মহা বিপদ, ট্রাফিক জরিমানার টাকা অনলাইনে জমা দেওয়ার পদ্ধতি শিখে নিন

মাত্র কিছুদিন আগের ঘটনা – এক ব্যক্তি তার নিজের গাড়ি নিয়ে পরিবারের সাথে ছুটি কাটাতে পাড়ি দিয়েছিলেন বাঙালির অন্যতম পছন্দের জায়গা জগন্নাথ ধাম পুরীতে। ঘোরা ঠিকঠাক মতো হলেও বাড়িতে আসার পরেই তিনি নিজের ফোনে ওড়িশা ট্রান্সপোর্ট অথরিটির থেকে একটি মেসেজ পান। জানতে পারেন, বেশি স্পিডে গাড়ি চালানোর জন্য একটা ভালো পরিমাণ টাকা জরিমানা করা হয়েছে তাকে। উপরের এই বিষয়টি দেখে স্পষ্ট বর্তমানে ভারত সরকার তার মোটর ভেহিকেলস অ্যাক্ট সংশোধনীর মাধ্যমে আগের তুলনায় যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক পুলিশের নজরদারি ছাড়াও সারাক্ষণ কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে নজর রাখা হচ্ছে ওভার স্পিড, সিগনাল ভায়োলেট, নো পার্কিং এই সমস্ত বিষয়গুলির উপর। এমনকি কোনো গাড়ি চালক এই সমস্ত ভুল করলে স্বয়ংক্রিয়ভাবে সেই চালকের মোবাইলে পৌঁছে যাবে জরিমানা সংক্রান্ত মেসেজ।

অনেক সময়ই এমন ভাবেই আমাদের অজান্তেই মুহূর্তের কোন ছোট ভুলের কারণে এই ধরনের জরিমানার সম্মুখীন হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। অনেক ব্যক্তি আবার এমন ভাবে তৈরি ই-চালানকে কোনরকম গুরুত্ব দেওয়ার পক্ষপাতী নয়। এমন ধরনের ভুল করা থেকে সব সময় বিরত থাকবেন। বর্তমান সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা না দিতে পারলে কিন্তু আরও বড়সড়ো বিপদ অপেক্ষা করছে আপনার জন্য। এর ফলে আপনার হাজতবাস পর্যন্ত হতে পারে। তাহলে এমন বিপদ থেকে বাঁচতে কী করবেন? হতচকিত না হয়ে মেনে চলুন এই কয়েকটি পদ্ধতি আর সহজেই আপনার গাড়ির চালানের টাকা অনলাইনে প্রদান করুন সরকারের খাতায়।

নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করুন –

প্রথমেই আপনার গাড়ির নাম্বারের সঙ্গে কোনও চালান যুক্ত রয়েছে কিনা তা পরখ করতে এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপরেই “Get Challan Details” অপশনে ঢুকে আপনার গাড়ির সমস্ত তথ্য একে দিয়ে দিন। এক্ষেত্রে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর এগুলি প্রথমেই নিজের হাতের কাছে রাখুন। গাড়ি সংক্রান্ত তথ্য দেওয়ার সময় এইগুলি প্রয়োজন হবে আপনার।

অন্যান্য তথ্য প্রদান –

ওয়েবসাইটের নির্দিষ্ট পেজে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর প্রদান করার পরেই আসবে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড। এই কোড সঠিকভাবে ইনপুট করার পরেই “Get Detail” অপশনে ক্লিক করুন। এর ফলেই আপনার গাড়ির সাথে এযাবৎ কাল পর্যন্ত যুক্ত সমস্ত ই-চালান দেখতে পারবেন আপনি। সেখান থেকেই জানতে পারবেন আপনার কোনও চালান পেন্ডিং রয়েছে কিনা। যদি তা থাকে তবে অবশ্যই সেই চালানের সমস্ত তথ্য যেমন – ঘটনার সময়, তারিখ, স্থান এমনকি সেই সময়কার সিসিটিভি তারা সংগৃহীত ছবি সবকিছুই খুঁজে পাবেন এখানে।

নির্দিষ্ট অর্থ প্রদান করা –

এই পোর্টালের মাধ্যমেই আপনার পড়ে থাকা চালানের অর্থ সরাসরি প্রদান করতে পারবেন। এর জন্য “Pay Now” অপশনে প্রথমে ক্লিক করুন। সাথে সাথেই এই টাকা অনলাইনে পেমেন্ট করার জন্য একটি সুরক্ষিত ওয়েব পেজ খুলে যাবে আপনার সামনে। সেখানে অনলাইন পেমেন্টের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই সেরে ফেলতে পারবেন এই পেমেন্ট। ব্যাস, এবারে আপনি নিশ্চিন্ত।