কনটেন্ট ক্রিয়েটরদের প্রথম পছন্দ, Apple 15-inch Macbook Air, Mac Studio ও Mac Pro ভারতে লঞ্চ হল

Apple 15-inch Macbook Air, Mac Studio (2023) এবং Mac Pro (2023) আরও শক্তিশালী এম২ প্রসেসরের সাথে লঞ্চ হল

গতকাল অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স ২০২৩’ (WWDC 2023) ইভেন্ট চলাকালীন Apple একগুচ্ছ নতুন প্রিমিয়াম ল্যাপটপ মডেল লঞ্চ করেছে। এই তালিকায় সামিল রয়েছে – Apple 15-inch Macbook Air, Mac Studio (2023) এবং Mac Pro (2023)। নবাগত এই ম্যাকবুক-ত্রয়ীতে সংস্থার লেটেস্ট M2-সিরিজের চিপসেট ব্যবহার করা হয়েছে।

আবার নতুন Apple 15-inch Macbook Air মডেলটি খুবই পাতলা অর্থাৎ মাত্র ১১.৫ মিমি পুরু বডি অফার করে। টেক জায়ান্টটির দাবি অনুসারে, আলোচ্য ডিভাইসটি হল ‘বিশ্বের সবচেয়ে পাতলা ১৫-ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপ’। চলুন WWDC 2023 ইভেন্টে আত্মপ্রকাশ করা Apple 15-inch Macbook Air, Mac Studio (2023) এবং Mac Pro (2023) ল্যাপটপ তিনটির দাম ও বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Apple 15-inch Macbook Air, Mac Studio (2023), Mac Pro (2023) -এর ভারতে দাম

ভারতের বাজারে, নতুন অ্যাপল ১৫-ইঞ্চি ম্যাকবুক এয়ারের দাম ১,৩৪,৯০০ টাকা রাখা হয়েছে এবং এটি – মিডনাইট, সিলভার, স্পেস গ্রে এবং স্টারলাইট কালার ভ্যারিয়েন্টে এসেছে। আবার ম্যাক স্টুডিও (২০২৩) ল্যাপটপের দাম থাকছে ২,০৯,৯০০ টাকা। আর টাওয়ার এনক্লোজার ও র‌্যাক এনক্লোসার বিকল্পের সাথে আসা ম্যাক প্রো (২০২৩) -এর দাম যথাক্রমে ৭,২৯,৯০০ এবং ৭,৭৯,৯০০ টাকা ধার্য করা হয়েছে৷

MacBook Air 15-inch এর স্পেসিফিকেশন

ম্যাকবুক এয়ার ১৫-ইঞ্চি ল্যাপটপ মাত্র ১১.৫ মিমি পুরু। এতে ১৫.৩-ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে রয়েছে, যা ৫০০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে। আবার এই ল্যাপটপে সর্বোচ্চ ৬কে রেজোলিউশন সমর্থিত এক্সটার্নাল ডিসপ্লে দেওয়া হয়েছে। উন্নত পারফরম্যান্স সরবরাহের জন্য এই ডিভাইসে – ৪টি পারফরম্যান্স কোর এবং ৪টি এফিসিয়েন্সি কোর, ১০-কোর জিপিইউ এবং ১৬-কোর নিউরাল ইঞ্জিন যুক্ত ৮-কোর সিপিইউ রয়েছে। ভিডিও কলিংয়ের সুবিধার্থে এই অ্যাপল ল্যাপটপে ১০৮০পিক্সেলের ওয়েবক্যাম এবং ‘ক্রিস্টাল ক্লিয়ার’ সাউন্ড অফারের জন্য থ্রী-মাইক অ্যারে মিলবে। এছাড়া ৬টি স্পিকারও রয়েছে এই ল্যাপটপে। তদুপরি, কানেক্টিভিটি বিকল্প হিসাবে পাওয়া যাবে ৩.৫ মিমি হেডফোন হ্যাক এবং ২টি থান্ডারবোল্ট পোর্ট। এটি ম্যাকওএস সিস্টেম দ্বারা চালিত এবং ম্যাগসেফ চার্জিং প্রযুক্তির সমর্থন সহ এসেছে।

Mac Studio (2023) এর স্পেসিফিকেশন

ম্যাক স্টুডিওতে (২০২৩) ল্যাপটপকে নতুন এম২ ম্যাক্স চিপসেটের সাথে লঞ্চ করা হয়েছে। এই প্রসেসর এম২ ম্যাক্সের তুলনায় ৩ গুন ফাস্ট পারফরম্যান্স অফার করবে বলে দাবি করা হয়েছে। আর অ্যাপলের এই লেটেস্ট মডেলটি হাই-ব্যান্ডউইথ এইচডিএমআই পোর্ট সহ এসেছে, যা ৮কে রেজোলিউশন এবং ২৪০ হার্টজ ফ্রেমরেট এনাবল করে। ম্যাক স্টুডিও (২০২৩) মডেলে ৬টি পর্যন্ত প্রো ডিসপ্লে XDR সমর্থন করে। এছাড়াও এতে – ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, চারটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, একটি ইথারনেট পোর্ট এবং দুটি ইউএসবি টাইপ-এ পোর্ট উপলব্ধ।

Mac Pro (2023) এর স্পেসিফিকেশন

ম্যাক প্রো (২০২৩) -এর ডিজাইন আগের মতোই রাখা হয়েছে, তবে এতে লেটেস্ট এম২ আল্ট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ১টি ২৪-কোর সিপিইউ এবং ১টি ৭৬-কোর জিপিইউ উপস্থিত। আবার এই চিপসেট ইন্টেল ম্যাক প্রো এসওসি -এর তুলনায় দ্বিগুণ মেমরি এবং SSD স্টোরেজ অফার করবে বলেও জানিয়েছে অ্যাপল। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, ম্যাক প্রো (২০২৩) ল্যাপটপের প্রতিটি ভ্যারিয়েন্ট ভিডিও রেন্ডারিংকে দ্রুত করতে ৭টি আফটারবার্নার কার্ড দ্বারা চালিত। এতে মোট ৭টি PCIe এক্সপেনশন স্লট রয়েছে। এছাড়া – ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩ এবং ৬টি পর্যন্ত প্রো ডিসপ্লে XDR সমর্থন করে এই মডেল৷