পারফরম্যান্স নিয়ে কথা হবে না, 14th Gen i7 প্রসেসর সহ হাজির Acer Nitro 17 ল্যাপটপ
Acer তাদের Nitro সিরিজের নতুন ল্যাপটপ CES 2024 ইভেন্টে লঞ্চ করল। Acer Nitro 17 (AN17-72) নামের এই মডেলে ১৪ প্রজন্মের কোর আই৭ প্রসেসর ও আরটিএক্স ৪০ সিরিজের জিপিইউ দেওয়া হয়েছে। সাথে পাওয়া যাবে ৩২ জিবি পর্যন্ত র্যাম ও ২ টিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ। আসুন Acer Nitro 17 (AN17-72) এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Acer Nitro 17 (AN17-72) এর দাম
এসার নিট্র ১৭ (এএন১৭-৭২) এর মূল্য ধার্য করা হয়েছে ১২৪৯.৯৯ ডলার (প্রায় ১,০৩,০০০ টাকা)। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে এর বিক্রি শুরু হবে।
Acer Nitro 17 (AN17-72) এর স্পেসিফিকেশন ও ফিচার
এসার নিট্র ১৭ (এএন১৭-৭২) ল্যাপটপ ১৭ ইঞ্চি কোয়াড এইচডি ডিসপ্লে আছে, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ইন্টেল কোর ১৪ তম প্রজন্মের (ইন্টেল কোর আই৭) প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের জিপিইউ উপস্থিত। মেমোরি ও স্টোরেজের কথা বললে, এসার নিট্র ১৭ (এএন১৭-৭২) ল্যাপটপ ৩২ জিবি ডিডিআর৫ ৫৬০০ মেগাহার্টজ মেমোরি ও ২ টিবি পর্যন্ত এসএসডি সহ পাওয়া যাবে।
এদিকে নয়া এই ল্যাপটপের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই ৬ই, থান্ডারবোল্ট ৪ সহ দুটি টাইপ সি ইউএসবি পোর্ট, এইচডিএমআই ২.১ ও একটি মাইক্রো এসডি কার্ড স্লট উপস্থিত। আবার Acer Nitro 17 মডেলে এইচডি ওয়েবক্যাম ও ডিটিএস:এক্স আল্ট্রা সাপোর্ট সহ স্পিকার আছে।