লেটেস্ট ইন্টেল প্রসেসর ও 32 জিবি র্যাম সহ ভারতে লঞ্চ হল Asus Zenbook 14 OLED 2024 ল্যাপটপ
Asus ভারতের বাজারে নতুন Zenbook 14 OLED 2024 ল্যাপটপ লাইনআপ লঞ্চ করল। নবাগত এই লাইনআপের অধীনে মোট ৭টি ভ্যারিয়েন্ট এসেছে। প্রত্যেকটি লেটেস্ট ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত এবং এআই প্রসেসিং ক্ষমতা সাপোর্ট করে। ডিভাইসগুলি নূন্যতম ১০৮০ পিক্সেল এবং সর্বোচ্চ ৩কে রেজোলিউশন সমর্থিত OLED স্ক্রিন সহ এসেছে। এছাড়া - ১ টেরাবাইট SSD স্টোরেজ, উইন্ডোজ ১১ হোম ওএস এবং ৭৫Whr ক্যাপাসিটির ব্যাটারি আছে। চলুন Asus Zenbook 14 OLED 2024 ল্যাপটপের দাম, প্রাপ্যতা এবং ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক…
Asus Zenbook 14 OLED 2024 ল্যাপটপের দাম ও লভ্যতা
এদেশের বাজারে আসুস জেনবুক ১৪ ওলেড ২০২৪ ল্যাপটপ সিরিজের প্রত্যেকটি ভ্যারিয়েন্টের দাম নিচে দেওয়া হল -
- Zenbook 14 OLED (UX3405MA-PZ552WS) : ৯৯,৯৯০ টাকা,
- Zenbook 14 OLED (UX3405MA-PZ752WS) : ১,১৪,৯৯০ টাকা,
- Zenbook 14 (OLEDUX3405MA-PZ762WS) : ১,২০,৯৯০ টাকা,
- Zenbook 14 OLED (UX3405MA-PZ551WS) : ৯৯,৯৯০ টাকা,
- Zenbook 14 OLED (UX3405MA-PZ751WS) : ১,১৪,৯৯০ টাকা,
- Zenbook 14 OLED (UX3405MA-QD552WS) : ৯৬,৯৯০ টাকা,
- Zenbook 14 OLED (UX3405MA-QD752WS) : ১,০৯,৯৯০ টাকা।
আপনারা সিরিজের প্রত্যেকটি মডেল আগামী ৩১শে জানুয়ারি থেকে - ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart), সংস্থার অনলাইন স্টোর, রিলায়েন্স ডিজিটাল (Reliance Digital) সহ অন্যান্য পার্টনার রিটেল স্টোরের মাধ্যমে কিনতে পারবেন।
Asus Zenbook 14 OLED 2024 এর স্পেসিফিকেশন
আসুস জেনবুক ১৪ ওলেড ২০২৪ মডেলগুলির প্রত্যেকটি ১৪-ইঞ্চি OLED ডিসপ্লের সাথে এসেছে, যা ৮৭% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ১৬:১০ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। এক্ষেত্রে বেস মডেলগুলিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০৮০ পিক্সেল রেজোলিউশন সমর্থিত ডিসপ্লে রয়েছে। আর টপ-এন্ড ভ্যারিয়েন্টগুলি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩কে (২৮৮০x১৮০০ পিক্সেল) রেজোলিউশন সমর্থিত টাচস্ক্রিন অফার করে।
ভালো পারফরম্যান্স সরবরাহের জন্য এই নবাগত আসুস ল্যাপটপগুলিতে নব্য প্রজন্মের ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা এআই প্রসেসিংয়ের জন্য ডেডিকেটেড এনপিইউ সাপোর্ট করে। এক্ষেত্রে আলোচ্য সিরিজের সাথে দুটি চিপসেট বিকল্প অফার করা হবে, যথা - ইন্টেল কোর আল্ট্রা ৫ ১২৫এইচ এবং ইন্টেল কোর আল্ট্রা ৭ ১৫৫এইচ। ডিভাইসগুলি ইন্টিগ্রেটেড ইন্টেল আর্ক গ্রাফিক্স কার্ডের সাথে এসেছে। এই সিরিজের সাথে ৩২ জিবি পর্যন্ত 7467Hz LPDDR5X র্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট PCIe 4.0 NVMe SSD স্টোরেজ পাওয়া যাবে। প্রত্যেকটি মডেল উইন্ডোজ ১১ হোম ওএস সংস্করণের সাথে প্রি-ইনস্টল হয়ে এসেছে।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এতে ইনফ্রারেড ওয়েবক্যাম এবং ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার পাওয়া যাবে। আর কানেক্টিভিটি অপশন হিসাবে এতে সামিল থাকবে - ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, একটি ইউএসব টাইপ-এ ৩.২ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Asus Zenbook 14 OLED ল্যাপটপ সিরিজে ৭৫ ওয়াটআওয়ার ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৬৫ ওয়াট চার্জিং সমর্থন করে। সংস্থার দাবি অনুসারে, ল্যাপটপগুলি ফুল চার্জে ১৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সমর্থ। মেটাল-বিল্ট বডির সাথে আসা এই সিরিজের প্রত্যেকটি মডেল ১৫ মিমি পুরু এবং এদের ওজন মাত্র ১.২ কেজি।