Lenovo Legion 2024 ল্যাপটপ সিরিজ পিছনে ফেলবে সবাইকে, আসছে Core 14th Gen HX প্রসেসরের সঙ্গে

By :  techgup
Update: 2023-12-31 07:24 GMT

Lenovo তাদের আসন্ন Legion সিরিজের গেমিং ল্যাপটপগুলি টিজ করল। জানা গেছে এই সিরিজের অধীনে Lenovo Legion Y7000P, Y9000P, Y9000X, ও Y9000K মডেলগুলি আসবে। আসুন এই ল্যাপটপগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

শুরুতেই কথা বলা যাক Lenovo Legion Y7000P ল্যাপটপ সম্পর্কে। এতে কোর ১৪তম প্রজন্মের এইচএক্স সিরিজের প্রসেসর ও আরটিএক্স ৪০ গ্রাফিক্স কার্ড থাকবে। পাশাপাশি এতে কুলিং টেকনোলজি পাওয়া যাবে। লেনোভোর দাবি, এটি এখনও পর্যন্ত সংস্থার সবচেয়ে পাওয়ারফুল ল্যাপটপ হবে।

Lenovo Legion Y9000P ল্যাপটপেও Y7000P এর মতো প্রসেসর ও গ্রাফিক্স কার্ড থাকবে। আবার এতে দেওয়া হবে প্রোফেশনাল স্ক্রিন, যা ২৪০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

Lenovo Legion Y9000K এর কথা বললে, এতে ২টিবি এসএসডি পাওয়া যাবে। এছাড়াও আরও স্টোরেজ বাড়ানো যাবে। যদিও এছাড়া‌ ল্যাপটপটি সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি।

উল্লেখ্য, Intel আগামী জানুয়ারিতে কোর ১৪তম প্রজন্মের এইচএক্স সিরিজের প্রসেসর লঞ্চ করতে চলেছে। এর পরপরই Lenovo সহ বিভিন্ন ব্র্যান্ড এই প্রসেসর সহ ল্যাপটপ আনবে।

Tags:    

Similar News