Lenovo: উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড দুটোই চলবে! হাইব্রিড ল্যাপটপ এনে চমকে দিল লেনোভো
একই ডিভাইস চলবে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ - উভয় অপারেটিং সিস্টেমেই! অনেকের স্বপ্ন এবার বাস্তব করে তুললো বিখ্যাত ল্যাপটপ ও কম্পিউটার নির্মাতা লেনোভো (Lenovo)। লাস ভেগাসে আয়োজিত কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০২৪ (CES 2024)-এ, লেনোভো আক্ষরিক অর্থেই একটি আদর্শ টু-ইন-ওয়ান ল্যাপটপ প্রদর্শন করেছে। প্রযুক্তি সম্মেলন চলাকালীন Lenovo ThinkBook Plus Gen 5 Hybrid নামে একটি ল্যাপটপের ওপর থেকে পর্দা সরিয়েছে সংস্থা, যা অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ উভয়েই চলে। ডিভাইসটি একদিকে যেমন একটি উইন্ডোজ ল্যাপটপ, অন্যদিকে তেমনই একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেটও। ইউজার যদি এটিকে ল্যাপটপ মোডে ব্যবহার করেন, তবে এটি রেগুলার উইন্ডোজ ১১ ল্যাপটপের মতো চলবে। তবে, তিনি যদি এটিকে ট্যাবলেট মোডে স্যুইচ করেন তবে এটি একটি পূর্ণাঙ্গ অ্যান্ড্রয়েড ১৩ চালিত ট্যাবলেট। কিভাবে চেঞ্জ করা যাবে মোড? ThinkBook Plus Gen 5 Hybrid-এ একটি ডিটাচেবল স্ক্রিন রয়েছে। কীবোর্ডের সাথে যুক্ত হলে এটি ল্যাপটপ মোডে থাকে, আর বিচ্ছিন্ন হলে এটি অ্যান্ড্রয়েড ট্যাবলেটে পরিণত হয়৷
ThinkBook Plus Gen 5 Hybrid যুগান্তকারী প্রযুক্তি নিয়ে হাজির হল
ল্যাপটপ মোডে, লেনোভো থিঙ্কবুক প্লাস জেন ৫ হাইব্রিড ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর দ্বারা চালিত এবং এতে ৩২ জিবি র্যাম, ১ টিবি এসএসডি স্টোরেজ এবং ৭৫ ওয়াটআওয়ারের ব্যাটারি রয়েছে। ট্যাবলেট মোডে, ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরে চলে, যার সাথে ১২ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, এবং ৩৮ ওয়াটআওয়ারের ব্যাটারি মিলবে।এতে ১৪ ইঞ্চির ২.৮কে অলেড (OLED) ডিসপ্লে রয়েছে।
লেনোভো ঘোষণা করেছে যে লেনোভো থিঙ্কবুক প্লাস জেন ৫ হাইব্রিড সম্ভবত এবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হবে এবং এর দাম হবে প্রায় ১,৯৯৯ ডলার (প্রায় ১,৬৫,৯৫০ টাকা)। ডিভাইসটি ভারতে আসবে কিনা, তা এখনও লেনোভোর তরফে জানানো হয়নি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ভারতীয় বাজারে কনভার্টিবল এবং টু-ইন-ওয়ান ল্যাপটপ পাওয়া যাচ্ছে। ThinkBook Plus Gen 5 Hybrid-এর হার্ডওয়্যারের দিকটি বেশ সহজ বলে মনে হচ্ছে। ব্যবহারকারী ডিসপ্লেটিকে কীবোর্ডে যুক্ত করে ল্যাপটপের মতো ব্যবহার করতে পারেন। আবার বেশি বহনযোগ্যতার প্রয়োজন হলে ডিসপ্লেটিকে আলাদা করে একটি ট্যাবলেট হিসাবেও ব্যবহার করা যাবে।
কিন্তু, এখানে আগ্রহের বিষয়টি হল উইন্ডোজ ওএস-এ চলমান ল্যাপটপের স্ক্রিনটিকে কীবোর্ড থেকে খুলে আনা হলেই সেটি যদি একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেটে পরিণত হয়, তাহলে এতে চলমান সফ্টওয়্যার বা অ্যাপগুলি তখন কি অবস্থায় থাকবে। মনে করুন, কোনও ব্যবহারকারী Lenovo ThinkBook Plus Gen 5 Hybrid-এ একটি উইন্ডোজ অ্যাপের একটি ফাইলে কাজ করছেন এবং পরক্ষণেই তিনি কীবোর্ড থেকে স্ক্রিনটিকে বিচ্ছিন্ন করে এটিকে ট্যাবলেট মোডে পরিবর্তন করলেন। সেক্ষেত্রে ট্যাবলেট মোডেও সেই উইন্ডোজের প্রজেক্টটি চালিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। তবে যাই হোক না কেন, ThinkBook Plus Gen 5 Hybrid যে লেনোভোর একটি খুব আকর্ষণীয় ডিভাইস হতে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই। আশা করা যায় এটি শীঘ্রই ভারতীয় বাজারে আসবে।