লঞ্চের পর সবচেয়ে কম দামে Samsung Galaxy S23 Ultra, প্রথমবার এত কমে Flipkart Big Billion Days সেলে

Flipkart Big Billion Days Sale চলাকালীন খুব সস্তায় পাওয়া যাবে Samsung Galaxy S23 Ultra স্মার্টফোন

আপনি যদি নিজের জন্য একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান, তবে আপনার জন্য একটি সুখবর আছে! আসলে ই-কমার্স সাইট Flipkart শীঘ্রই নিয়ে আসছে Big Billion Days Sale। এই মেগা সেলটি আগামী ৩রা অক্টোবর থেকে শুরু হতে পারে। আর সেলটি লাইভ থাকাকালীন Apple এবং Samsung ব্র্যান্ড সহ অন্যান্য সংস্থার ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটকে একাধিক দুর্দান্ত ডিল এবং ডিসকাউন্টের সাথে তালিকাভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। আজ আবার সামনে এসেছে যে, প্রায় দেড় লক্ষ টাকা দামের Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনকে Flipkart Big Billion Days Sale -এ নজরকাড়া ডিসকাউন্ট বিক্রি করা হবে।

Flipkart Big Billion Days Sale চলাকালীন খুব সস্তায় পাওয়া যাবে Samsung Galaxy S23 Ultra স্মার্টফোন

গত ১লা ফেব্রুয়ারি Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনকে ১,৪৯,৯৯৯ টাকা এমআরপি (MRP) -এর সাথে ভারতে লঞ্চ করা হয়েছিল। কিন্তু Flipkart এর লিস্টিং অনুযায়ী, এই ফ্ল্যাগশিপ ফোনকে আসন্ন বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন ১ লক্ষ টাকারও কম দামে বিক্রি করা হতে পারে।

এমনকি সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ডিভাইসটিকে ব্যাঙ্ক কার্ড অফার এবং আরও বেশ কয়েকটি ডিলের লাভ উঠিয়ে ৯২,০০০ টাকার মধ্যে কিনে নিতে পারবেন ক্রেতারা। ফলে লঞ্চের পর এই প্রথমবার Samsung Galaxy S23 Ultra এত বড় মার্জিনের প্রাইস কাটের সাথে উপলব্ধ হবে৷

Flipkart Big Billion Days সেলে Samsung ব্র্যান্ডের ফোনগুলির সাথে কি কি অফার পাওয়া যাবে তা ৩রা অক্টোবর অর্থাৎ সেল লাইভ হওয়ার দিন প্রকাশ্যে নিয়ে আসা হবে বলে জানা গেছে।

Samsung Galaxy S23 Ultra এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৮-ইঞ্চির এজ কোয়াড এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১ থেকে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ১৭৫০ নিট পিক ব্রাইটনেস, ৫-১ পিপিআই পিক্সেল ডেনসিটি, HDR10+ প্রযুক্তি এবং ৮৯.৫% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। মাল্টিটাস্কিং ও উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের কাস্টম ভার্সন ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ (OnUI 5.1) কাস্টম স্কিনে রান করে। এই ডিভাইসে সিকিউরিটি ফিচার হিসাবে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

ক্যামেরা বিভাগের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার লেন্স ও ৮৫-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৩এক্স অপটিক্যাল জুম সাপোর্ট সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ১০এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো শুটার। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই, ওয়াই-ফাই ডাইরেক্ট, ব্লুটুথ ৫.৩ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ২.০ সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে এই ব্যাটারি মাত্র ২০ মিনিটে ফোনকে ৬৫% পর্যন্ত চার্জ করতে সক্ষম। এর পরিমাপ ৭৮.১x১৬৩.৪x৮.৯ মিমি এবং ওজন ২৩৪ গ্রাম।

Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনকে মোট চারটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাচ্ছে, যথা – ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ১ টেরাবাইট স্টোরেজ। এছাড়া এটি – ফ্যান্টম ব্ল্যাক, ক্রিম, সবুজ এবং ল্যাভেন্ডার কালারে এসেছে। তবে এই ফোনকে অতিরিক্তভাবে আরো চারটি কালার অপশনে পাওয়া যেতে পারে, যথা – রেড, গ্রাফাইট, লাইম এবং স্কাই ব্লু।