32GB র‍্যাম, বিশাল ব্যাটারি, ও 100W চার্জিং সাপোর্ট সহ Samsung এর দুর্ধর্ষ ল্যাপটপ লঞ্চ হল

Update: 2023-02-02 07:38 GMT

অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল লঞ্চ হয়েছে Samsung Galaxy S23 সিরিজ। স্মার্টফোনের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি কয়েকটি নতুন Galaxy Book ল্যাপটপও লঞ্চের ঘোষণা করেছে। Samsung Galaxy Book 3 Ultra ঘোষিত ল্যাপটপগুলির মধ্যে টপ মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি Galaxy Book 3 Pro 360 এবং Book 3 Pro-এর সঙ্গে বাজারে আসবে। নোটবুক তিনটির মধ্যে Book 3 Ultra সবচেয়ে প্রিমিয়াম মডেল এবং এটি অতি-উচ্চ-পারফরম্যান্স কম্পিউটিং অফার করে। এছাড়াও, এতে রয়েছে ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, Intel Core i9-13900H সিপিইউ, ৩২ জিবি র‍্যাম এবং ৭৬ ওয়াটআওয়ার ব্যাটারি।

স্যামসাং গ্যালাক্সি বুক ৩ আল্ট্রা-এর স্পেসিফিকেশন এবং মূল্য - Samsung Galaxy Book 3 Ultra Specifications and Price

গ্যালাক্সি বুক ৩ আল্ট্রা-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১৬ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড (AMOLED) ২x ডিসপ্লে রয়েছে। ল্যাপটপটি ইন্টেল কোর আই৯-১৩৯০০এইচ সিপিইউ এবং গ্রাফিক্সের জন্য এনভিডিয়া জিইফোর্স আরটিএক্স ৪০৭০ জিপিইউ দ্বারা চালিত। ডিভাইসটি ৩২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম অফার করে।

এই প্রিমিয়াম ল্যাপটপে একটি পূর্ণ আকারের ব্যাকলিট কীবোর্ড এবং একটি উইন্ডোজ প্রিসিশন ট্র্যাকপ্যাড রয়েছে। এতে একটি ফুল এইচডি ওয়েবক্যাম রয়েছে যা গ্যালাক্সি বুক ৩ আল্ট্রা-কে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য উপযুক্ত করে তোলে। নোটবুকটিতে একটি থান্ডারবোল্ট ৪ (ইউএসবি টাইপ-সি) পোর্ট, একটি ইউএসবি ৩.২ টাইপ-এ পোর্ট, একটি এইচডিএমআই ১.৪ পোর্ট, একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক-এর মতো কানেক্টিভিটি অপশনগুলি অন্তর্ভুক্ত রয়েছে৷

পাওয়ার ব্যাকআপের জন্য, বুক ৩ আল্ট্রা ৭৬ ওয়াটআওয়ারের ব্যাটারির সাথে এসেছে, যা একটি বর্ধিত ব্যাটারি লাইফ সরবরাহ করে। ডিভাইসটি সমানভাবে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।সফ্টওয়্যারের পরিপ্রেক্ষিতে, Galaxy Book 3 Ultra লেটেস্ট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে রান করে। এছাড়াও, স্যামসাংয়ের এই প্রিমিয়াম ল্যাপটপটিতে এক্সপার্ট আরএডাব্লিউ অটো শেয়ার ফিচারটি রয়েছে, যার সাহায্যে ব্যবহারকারীরা একটি গ্যালাক্সি স্মার্টফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে ল্যাপটপে আরএডাব্লিউ ছবি পাঠাতে পারবেন।

অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে গ্যালাক্সি বুক স্মার্ট সুইচ, প্রাইভেট শেয়ার, কুইক শেয়ার, স্যামসাং মাল্টি কন্ট্রোল, স্যামসাং পাস, সেকেন্ড স্ক্রিন এবং স্টুডিও মোড। গ্যালাক্সি বুক স্মার্ট সুইচ একটি পুরানো পিসি থেকে গ্যালাক্সি বুক ৩ আলট্রাতে সহজেই ডেটা ট্রান্সফার করা সম্ভব করে তোলে। স্যামসাং মাল্টি কন্ট্রোল ইউজারদের ল্যাপটপের কীবোর্ড এবং ট্র্যাকপ্যাড ব্যবহার করে তাদের গ্যালাক্সি স্মার্টফোন নিয়ন্ত্রণ করার সুবিধা দেয়।

উল্লেখ্য, স্যামসাং এখনও Galaxy Book3 Ultra-এর দামের বিবরণ প্রকাশ করেনি। তবে, ল্যাপটপটি শীঘ্রই নির্বাচিত বাজারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। বুক ৩ আল্ট্রা একমাত্র ১৬ ইঞ্চির গ্রাফাইট মডেলে পাওয়া যাবে।

Tags:    

Similar News