যেমন ডিসপ্লে তেমন দীর্ঘ ব্যাটারি, Samsung Galaxy Book 4 Pro, Book 4 Pro 360, ও Book 4 Ultra ল্যাপটপ লঞ্চ হল

By :  SUPARNA
Update: 2023-12-15 13:31 GMT

Samsung আজ (১৫ ডিসেম্বর) তাদের কোরিয়ার বাজারে লেটেস্ট Galaxy Book 4 ল্যাপটপ সিরিজের ঘোষণা করেছে। একই সাথে, নবাগত এই ল্যাপটপ লাইনআপটি বিশ্বব্যাপী লঞ্চ করার কথাও নিশ্চিত করা হয়েছে। তবে কোন কোন আঞ্চলিক বাজারে উক্ত সিরিজের আগমন ঘটবে তা এখনো জানানো হয়নি। নয়া ল্যাপটপ লাইনআপের অধীনে মোট তিনটি মডেল এসেছে, যথা - Galaxy Book 4 Pro, Galaxy Book 4 Pro 360, এবং Galaxy Book 4 Ultra। উল্লেখিত প্রত্যেকটি মডেলই - ১২০ হার্টজ পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট সহ টাচ AMOLED ডিসপ্লে প্যানেল, নতুন ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর, ২ মেগাপিক্সেলের ফুল HD ওয়েবক্যাম, ডুয়াল মাইক্রোফোন, ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত একেজি কোয়াড স্পিকার সিস্টেম, ব্যাকলিট সহ প্রো-কীবোর্ড এবং উইন্ডোজ ১১ হোম সহ এসেছে। এমনকি তিনটি ল্যাপটপের কানেক্টিভিটি বিকল্পও একসমান থাকছে। তবে স্টোরেজ, র‍্যাম, জিপিইউ, এবং ব্যাটারি বিভাগে পার্থক্য নজরে পড়বে। চলুন নতুন Samsung Galaxy Book 4 ল্যাপটপ সিরিজের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক…

Samsung Galaxy Book 4 Ultra স্পেসিফিকেশন ও ফিচার

  • ডিসপ্লে: ১৬-ইঞ্চির (২৮৮০x১৮০০ পিক্সেল) টাচ AMOLED ডিসপ্লে প্যানেল, যা ৪০০ নিট পিক ব্রাইটনেস, ৪৮-১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, এবং ১২০% DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে।
  • প্রসেসর: ইন্টেল কোর আল্ট্রা ৯ এবং কোর আল্ট্রা ৭ (ইন্টেল ইভো সংস্করণ)।
  • গ্রাফিক্স: এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৭০ ল্যাপটপ জিপিইউ (৮ জিবি DDR6 সহ ) / জিফোর্স আরটিএক্স ৪০৫০ ল্যাপটপ জিপিইউ (৬ জিবি DDR6 সহ)।
  • মেমরি: ১৬ জিবি / ৩২ জিবি / ৬৪ জিবি LPDDR5X র‍্যাম এবং ৫১২ জিবি / ১ টেরাবাইট / ২ টেরাবাইট SSD PCIe স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমরি সম্প্রসারণযোগ্য।
  • ক্যামেরা: ২ মেগাপিক্সেলের ফুল HD ওয়েবক্যাম।
  • মাইক্রোফোন এবং স্পিকার: স্টুডিও-মানের ডুয়াল মাইক্রোফোন রয়েছে। পাশাপাশি ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত একেজি কোয়াড স্পিকার (উফার ৫ওয়াটx২ এবং টুইটার ২ওয়াটx২) সিস্টেম পাওয়া যাবে।
  • কীবোর্ড: নিউমেরিক-কী এবং ব্যাকলিট সহ প্রো-কীবোর্ড।
  • ব্যাটারি: ৭৬ ওয়াটআওয়ার ক্যাপাসিটির ব্যাটারি, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১৪০ ওয়াট চার্জিং সাপোর্ট করে৷
  • কানেক্টিভিটি বিকল্প: ওয়াইফাই ৬ই, ৮০২.১১ এএক্স ২x২, ব্লুটুথ ভি৫.৩, দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, ইউএসবি টাইপ-এ পোর্ট। এইচডিএমআই ২.১ পোর্ট (৮কে@৬০, ৫কে@১২০ সমর্থন করে), মাইক্রো এসডি কার্ড স্লট এবং হেডফোন / মাইক্রোফোন জ্যাক।
  • অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ১১ হোম।
  • ওজন এবং পরিমাপ: ১.৮৬ কেজি ওজন এবং পরিমাপ ৩৫৫.৪x২৫০.৪x১৬.৫ মিমি।

Samsung Galaxy Book 4 Pro স্পেসিফিকেশন ও ফিচার

  • ডিসপ্লে: মডেলটি টাচ AMOLED সহ মোট দুটি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে, যথা - ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি। উভয় ভ্যারিয়েন্টই - ২৮৮০x১৮০০ পিক্সেল রেজোলিউশন, ৪০০ নিট পিক ব্রাইটনেস, ৪৮-১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং ১২০% DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে।
  • প্রসেসর: ইন্টেল কোর আল্ট্রা ৫ এবং কোর আল্ট্রা ৭ (ইন্টেল ইভো সংস্করণ) প্রসেসর।
  • গ্রাফিক্স: ইন্টেল আর্ক।
  • মেমরি: ১৬ জিবি / ৩২ জিবি LPDDR5X র‍্যাম এবং ২৫৬ জিবি / ৫১২ জিবি / ১ টেরাবাইট SSD PCIe স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমরি সম্প্রসারণযোগ্য।
  • ক্যামেরা: ২ মেগাপিক্সেলের ফুল এইচডি ওয়েবক্যাম।
  • মাইক্রোফোন এবং স্পিকার: স্টুডিও-মানের ডুয়াল মাইক্রোফোন বিদ্যমান। পাশাপাশি, ডলবি অ্যাটমস সহ একেজি কোয়াড স্পিকার (উফার ৫ওয়াটx২ এবং টুইটার ২ওয়াটx২) সিস্টেম পাওয়া যাবে।
  • কীবোর্ড: নিউমেরিক-কী এবং ব্যাকলিট সহ প্রো-কীবোর্ড। (১৪-ইঞ্চি ডিসপ্লে সাইজ ভ্যারিয়েন্টে নিউমেরিক-কী নেই)
  • ব্যাটারি: উল্লেখিত ডিসপ্লে ভ্যারিয়েন্টে যথাক্রমে ৬৩ ওয়াটআওয়ার এবং ৭৬ ওয়াটআওয়ার ক্যাপাসিটির ব্যাটারি আছে। উভয় ব্যাটারিই ৬৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে এবং ইউএসবি টাইপ-সি চার্জিং অ্যাডাপ্টারের সাথে সামঞ্জস্যপূর্ণ।
  • কানেক্টিভিটি বিকল্প: ওয়াইফাই ৬ই, ৮০২.১১ এএক্স ২x২, ব্লুটুথ ভি৫.৩, দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, ইউএসবি টাইপ-এ পোর্ট, আইডিএমই ২.১ পোর্ট (৮কে@৬০, ৫কে@১২০ সমর্থন করে), মাইক্রোএসডি কার্ড স্লট এবং হেডফোন / মাইক্রোফোন জ্যাক।
  • অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ১১ হোম।
  • ওজন এবং পরিমাপ: ১.২৩ কেজি এবং ৩১২.৩x২২৩.৮x১১.৬ মিমি (১৪-ইঞ্চি), ১.৫৬ কেজি এবং ৩৫৫.৪x২৫০.৪x১২.৫ মিমি (১৬-ইঞ্চি)।

Samsung Galaxy Book 4 Pro 360 স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ১৬-ইঞ্চির (২৮৮০x১৮০০ পিক্সেল) টাচ AMOLED ডিসপ্লে প্যানেল, যা ৪০০ নিট পিক ব্রাইটনেস, ৪৮-১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, এবং ১২০% DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে। এই মডেলটি এস-পেন সমর্থন করে, যা রিটেল বক্সে অন্তর্ভুক্ত থাকছে।
  • প্রসেসর: ইন্টেল কোর আল্ট্রা ৫ এবং কোর আল্ট্রা ৭ (ইন্টেল ইভো সংস্করণ) চিপসেট।
  • গ্রাফিক্স: ইন্টেল আর্ক।
  • মেমরি: ১৬ জিবি / ৩২ জিবি LPDDR5X র‍্যাম এবং ৫১২ জিবি / ১ টেরাবাইট SSD PCIe স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমরি সম্প্রসারণযোগ্য।
  • ক্যামেরা: ২ মেগাপিক্সেলের ফুল এইচডি ওয়েবক্যাম।
  • মাইক্রোফোন এবং স্পিকার: স্টুডিও-মানের ডুয়াল মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমস সমর্থিত একেজি কোয়াড স্পিকার (উফার ৫ওয়াটx২ এবং টুইটার ২ওয়াটx২) সিস্টেম পাওয়া যাবে।
  • কীবোর্ড: নিউমেরিক-কী এবং ব্যাকলিট সহ প্রো-কীবোর্ড।
  • ব্যাটারি: ৭৬ ওয়াটআওয়ার ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৬৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে৷
  • কানেক্টিভিটি বিকল্প: ওয়াইফাই ৬ই, ৮০২.১১ এএক্স ২x২, ব্লুটুথ ভি৫.৩, দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, ওয়েসবি টাইপ-এ পোর্ট, এইচডিএমআই ২.১ পোর্ট (৮কে@৬০, ৫কে@১২০ সমর্থন করে), মাইক্রোএসডি কার্ড স্লট এবং হেডফোন / মাইক্রোফোন জ্যাক।
  • অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ১১ হোম।
  • ওজন এবং পরিমাপ : ১.৬৬ কেজি এবং ৩৫৫.৪x২৫০.৪x১২.৮ মিমি।

Samsung Galaxy Book 4 ল্যাপটপ সিরিজের দাম

২০২৪ সালের জানুয়ারি মাস থেকে দক্ষিণ কোরিয়ায় প্রথম Samsung Galaxy Book 4 ল্যাপটপ সিরিজ কেনার জন্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনো সিরিজের ডিভাইসগুলির বিক্রয় মূল্য ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, Galaxy Book 4 Pro এবং Galaxy Book 4 Pro 360 মডেল দুটি - মুনস্টোন গ্রে এবং প্লাটিনাম সিলভার কালার অপশনে পাওয়া যাবে। অন্যদিকে Galaxy Book 4 Ultra ল্যাপটপ মুনস্টোন গ্রে কালার বিকল্পে এসেছে।

Tags:    

Similar News