ভারতে গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করল এই সংস্থা, কেনার পরিকল্পনা থাকলে তাড়াতাড়ি করুন

ডিসেম্বরের পর এবার মার্চ, তিন মাসের ব্যাবধানে ফের গাড়ির দাম বৃদ্ধির ঘোষণা করল জার্মান বহুজাতিক অডি (Audi)। পয়লা জানুয়ারি থেকে সংস্থার গাড়ির নতুন দাম কার্যকর হয়েছিল। আবার ১ এপ্রিল থেকেই নতুন করে বর্ধিত মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে অডি ইন্ডিয়া।

কাঁচামালের দাম মাথাচাড়া দেওয়ার ফলে উৎপাদন খরচ বাড়ছে‌। সেইসঙ্গে রয়েছে অন্যান্য খরচ৷ ইনপুট কস্ট বা আনুষাঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ার ফলে গাড়ির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না বলে দাবি অডির৷ এপ্রিল থেকে বিভিন্ন মডেলে ৩ শতাংশ পর্যন্ত মূল্য বাড়বে বলে জানিয়েছে তারা৷

এই প্রসঙ্গে ভারতে অডির প্রধান বলবীর সিং ধিলন বলেন, “আমরা ভারতে ব্যবসা লাভজনক উপায়ে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ফরেক্স রেটে পরিবর্তন এবং ইনপুট খরচ উর্দ্ধমুখী হওয়ার ফলে আমরা গাড়ির দাম ৩ শতাংশ বাড়াবো বলে ঠিক করেছি।”

উল্লেখ্য, বর্তমানে ভারতে অডির পেট্রোলচালিত গাড়িগুলির মধ্যে Audi Q8, Audi S5 Sportback, Audi RS 5 Sportback, Audi RS 7 Sportback, এবং Audi RS Q8 উল্লেখযোগ্য। আবার সংস্থাটি এ দেশে প্রচুর বৈদ্যুতিক গাড়িও নিয়ে এসেছে৷ যেমন Audi e-tron 50, Audi e-tron 55, Audi e-tron Sportback 55, এবং ভারতের প্রথম ইলেকট্রিক সুপারকার Audi e-tron GT and Audi RS e-tron GT।