স্মার্টফোনের নেশা কাটাতে উদ্যোগ, নোকিয়া ফোন নির্মাতা HMD লঞ্চ করল ‘The Boring Phone”

অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ স্মার্টফোনের যুগে বেসিক ফিচার ফোনগুলি রীতিমতো “বোরিং”। তবে এটিকেই ইউএসপি করে এইচএমডি বাজারে আনলো একটি নতুন মোবাইল ফোন, যার নাম ‘The Boring Phone’। এই ফোনটির জন্য কোম্পানি হেইনেকেন (Heineken) এবং বোডেগা (Bodega)-এর সাথে হাত মিলিয়েছে। The Boring Phone আদতে ডিজিটাল ডিসকানেকশনের ধারণাকে হাইলাইট করে। এতে ট্রান্সপারেন্ট বডির সাথে একটি অনন্য ডিজাইন দেখা যায়। এইচএমডি-এর Boring Phone-এ একটি ফ্লিপ স্ক্রিন রয়েছে যা রেট্রো ফোনগুলির কথা মনে করিয়ে দেয়। আসুন এই ফোনটি কি কি ফিচার অফার করে, দেখে নেওয়া যাক।

HMD লঞ্চ করলো নতুন The Boring Phone

এইচএমডি জানিয়েছে যে, তারা জেন-জি ইউজারদের মধ্যে মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য স্ক্রিন টাইম কমানোর প্রবণতা লক্ষ্য করেছে। তাই, কোম্পানিটি হেইনেকেন এবং বোডেগার সাথে হাত মিলিয়েছে, কারণ উভয় কোম্পানিই ‘ইন-পার্সন সোশ্যাল লাইফ’-এ অগ্রাধিকার দেওয়ার মতো একই মতবাদে বিশ্বাসী। এইচএমডি-এর বোরিং ফোন তরুণ ইউজারদের সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তির ট্রেন্ড এড়াতে সাহায্য করবে।

স্পেসিফিকেশন সর্ম্পকে বললে, বোরিং ফোনে রয়েছে 2.8 ইঞ্চির কিউভিজিএ (QVGA) প্রাইমারি ডিসপ্লে এবং 1.77 ইঞ্চির কভার ডিসপ্লে। একটি 0.3 মেগাপিক্সেল ক্যামেরাও বিদ্যমান। এইচএমডি বলেছে যে, এই ফোনটি 20 ঘন্টা পর্যন্ত ভয়েস কল সহ এক সপ্তাহের স্ট্যান্ডবাই টাইম অফার করবে। ফোনটি 4G-এনেবল এবং এটিকে 2G ও 3G নেটওয়ার্কের সাথেও সংযোগ করা যেতে পারে।

তবে জানিয়ে রাখি, Boring Phone হল একটি সীমিত সংস্করণের ডিভাইস, যা শুধুমাত্র এইচএমডি, হেইনেকেন এবং বোডেগা দ্বারা পরিচালিত গিভঅ্যাওয়ে এবং অফলাইন ইভেন্টগুলির মাধ্যমে উপলব্ধ হবে৷ এটি বাজারে বাণিজ্যিকভাবে বিক্রি হবে না। এমনকি, হেইনেকেনের ওয়েবসাইটকে বলা হয়েছে যে এটির শুধুমাত্র 5,000 ইউনিট উৎপাদিত হবে।

ডিভাইসটি প্রধানত ইউরোপের কিছু দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলের ইভেন্টে প্রদর্শিত হবে। ভারতীয় বাজারে ‘The Boring Phone’ চালু হওয়ার সম্ভাবনা কম। তাই যারা এই নোকিয়া ফ্লিপ ফোনটি হাতে পেতে আগ্রহী, তারা ভারতে উপলব্ধ Nokia 2660 কিনতে পারেন। কেননা এটি একই ফোন, শুধুমাত্র এতে স্বচ্ছ বডি এবং বিশেষ হেইনেকেনের ব্যাজটি নেই।

উল্লেখ্য, এইচএমডি নিজস্ব ব্র্যান্ডিংয়ের সাথে স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। এতদিন সংস্থাটি নোকিয়া (Nokia)-ব্র্যান্ডিংয়ের অধীনে বাজারে ফোন লঞ্চ করতো। এইচএমডি-এর প্রথম স্মার্টফোন মডেলগুলি HMD Pulse এবং HMD Pulse Pro নামে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি HMD Pulse-এর ফাঁস হওয়া রেন্ডারগুলি থেকে জানা গেছে যে ডিভাইসটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে এবং দাবি করা হচ্ছে যে এতে 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।