ওয়েটিং পিরিয়ড বাড়তে বাড়তে 1.3 বছর, কেনার লোক থাকলেও এই গাড়ির দেখা নেই!

ভারতীয় এসইউভি (SUV) গাড়ির বাজারে একটি উজ্জ্বল নক্ষত্র হল – Mahindra XUV700। তাই গাড়িটির চাহিদা তাজ্জব করার মতোই। জমে থাকা অর্ডার ডেলিভারি রীতিমতো হিমশিম খেতে হয় মাহিন্দ্রা (Mahindra)-কে। যে কারণে স্বাভাবিকভাবেই বুকিং করার পর গাড়িটির চাবি হাতে পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে ক্রেতাদের। লেটেস্ট রিপোর্টে অনুযায়ী, গাড়িটির এন্ট্রি লেভেল দুই পেট্রোল ভ্যারিয়েন্ট MX ও AX3-এর বর্তমানে ওয়েটিং পিরিয়ড ছয় মাস। আবার ডিজেল মডেলগুলির ডেলিভারি পেতে আরও বেশি সময় অপেক্ষা করতে হয় গ্রাহকদের। সম্প্রতি আবার ভারতে XUV700-এর বিক্রি ১ লাখ ইউনিট মাইলস্টোন স্পর্শের কথা ঘোষণা করেছে মাহিন্দ্রা।

Mahindra XUV700 : ওয়েটিং পিরিয়ড

দাবি করা হয়েছে, দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুর মতো শহরে মাহিন্দ্রা এক্সইউভি৭০০ এর MX ও AX3-এর পেট্রোল ভ্যারিয়েন্টের ডেলিভারি পেতে ৬ মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। যেখানে AX5-এর ওয়েটিং পিরিয়ড ৮ মাস, AX7-এর ১১ মাস ও AX7L-এর ১৩ মাস।

অন্যদিকে MX ও AX3-এর ডিজেল ভ্যারিয়েন্টের চাবি হাতে পেতে ৭ মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। যেখানে AX5, AX7 ও এর AX7L ডিজেলের ওয়েটিং পিরিয়ড যথাক্রমে ৮ মাস, ১১ মাস ও ১৩ মাস। এই সমস্যার সাথে মোকাবিলা করতে ২০২৪ এর শুরু থেকে গাড়িটির উৎপাদন ৬,০০০ ইউনিট থেকে বাড়িয়ে ১০,০০০ ইউনিট করার পরিকল্পনা করেছে মাহিন্দ্রা।

Mahindra XUV700 : পাওয়ারট্রেন ও দাম

XUV700-এ উপস্থিত একটি ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। যা থেকে ৫,০০০ আরপিএম গতিতে ১৯৭ বিএইচপি শক্তি এবং ১৭৫০-৩০০০ আরপিএম গতিতে ৩৮০ এনএম টর্ক উৎপন্ন হয়। আবার ম্যানুয়াল মডেলে রয়েখে একটি ২.২ লিটার টার্বো ইঞ্জিন। এটি থেকে ৩,৫০০ আরপিএম গতিতে ১৮২ বিএইচপি এবং ৩৬০ এনএম টর্ক পাওয়া যায়।

এসইউভিটির ডিজেল অটোমেটিক ভ্যারিয়েন্টের ইঞ্জিনের আউটপুট যথাক্রমে ১৮৫ বিএইচপি এবং ৪২০ এনএম। আর বর্তমানে Mahindra XUV700 এর দাম ১৫.০১ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু করে ২৬.১৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।