Poco M3 Pro 5G দুর্ধর্ষ ফিচার সহ আগামী ১৯ মে লঞ্চ হচ্ছে

Poco পোকো গত বছরের শেষে গ্লোবাল মার্কেটে Poco M3 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। Poco M3 সিঙ্গেল ভ্যারিয়েন্টে এসেছিল। এর কোনো Pro, Plus প্লাস, বা Max জাতীয় কোনো ভ্যারিয়েন্ট ছিল না। তবে Poco M3 লাইনআপে খুব শীঘ্রই 5G সাপোর্ট সহ Pro ভ্যারিয়েন্ট লঞ্চ হবে বলে শোনা যাচ্ছিল। সেই মতই আজ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অফিসিয়ালভাবে Poco, M3 Pro 5G ফোনটির লঞ্চের তারিখ জানিয়ে দিয়েছে।

আগামী ১৯ই মে পোকো এম৩ প্রো ৫জি গ্লোবাল মার্কেটে (ফ্রান্স) লঞ্চ হচ্ছে বলে পোকো গ্লোবালের টুইটার হ্যান্ডেল থেকে ঘোষণা করা হয়েছে। প্রোমোশনাল পোস্টারে অবশ্য স্মার্টফোনটির হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সার্টিফিকেশন সাইটগুলি থেকে জানা গিয়েছে যে এটি রেডমি নোট ১০ ৫জি -র রিব্র্যান্ডেড ভার্সন হবে। উল্লেখ্য, সম্প্রতি একটি সাক্ষাতকারে পোকোর দু’ই শীর্ষকর্তা জানিয়েছিলেন, পোকো এম৩ প্রো ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট ও হাই রিফ্রেশ রেট সহ আসবে। এদিকে Redmi Note 10 5G ফোনটিও মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর সহ বাজারে এসেছে। ফলে অনুমান করা শক্ত নয় দুটি ফোনের স্পেসিফিকেশন একই রকম হবে।

Poco M3 Pro Launch on May 19

Poco M3 Pro 5G : স্পেসিফিকেশন

রেডমি নোট ১০ ৫জি এর মত পোকো এম৩ প্রো ৫জি, ৬.৫ ইঞ্চি এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসতে পারে। এতে ফুল এইচডি+ রেজোলিউশন (১০৮০ x ২৪০০ পিক্সেল) ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। সাথে থাকতে পারে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

পোকো এম৩ প্রো ৫জি ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসতে পারে। ক্যামেরা গুলি হবে ৪৮+২+২ মেগাপিক্সেল। সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি পেতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন