HomeMobilesBOE: আসন্ন iPhone মডেলে থাকবে চীনা কোম্পানির ডিসপ্লে, বাদ দেওয়া হচ্ছে Samsung...

BOE: আসন্ন iPhone মডেলে থাকবে চীনা কোম্পানির ডিসপ্লে, বাদ দেওয়া হচ্ছে Samsung কে

BOE আসন্ন iPhone 15, iPhone 15 Plus মডেলের ডিসপ্লের জন্য Samsung কে হারিয়ে দিয়েছে।

Apple তাদের আইফোনের ডিসপ্লে Samsung এর পরিবর্তে চীনের সাপ্লায়ার, BOE এর থেকে নিতে পারে। রিপোর্ট অনুযায়ী, আমেরিকার জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিটি ইতিমধ্যেই iPhone 15, iPhone 15 Plus মডেলের ডিসপ্লের জন্য এই কোম্পানির সাথে হাত মিলিয়েছে। উল্লেখ্য, iPhone 15 সিরিজ চলতি বছরের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে।

আর ২০২৪ সালে লঞ্চ হতে চলা নতুন iPhone সিরিজের সমস্ত মডেলের ডিসপ্লে BOE এর থেকে নেওয়া হতে পারে। পরিচিত অ্যাপল প্রোডাক্ট অ্যানালিস্ট, মিং চি কুও (Ming Chi Kuo) এমনটাই দাবি করেছে।

তিনি বলেছেন, BOE আসন্ন iPhone 15, iPhone 15 Plus মডেলের ডিসপ্লের জন্য Samsung কে হারিয়ে দিয়েছে। দাম ও গুণমানের দিক থেকে পিছিয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি। তবে শুধু দুটি মডেল নয়, আগামী বছর লঞ্চ হতে চলা সমস্ত iPhone মডেলের ডিসপ্লে BOE সরবরাহ করবে বলে কুও দাবি করেছে।

এর আগেও Samsung কে পিছনে ফেলতে চেয়েছিল BOE

গত কয়েকবছর ধরে Apple এর সাপ্লায়ার চেইন এর অংশ হওয়ার জন্য উঠেপড়ে লেগেছে BOE। যদিও এতদিন তারা সফল হয়নি। তবে রিপোর্ট সত্যি হলে বলা যায় যে, এবার তারা Apple এর মন জয় করতে পেরেছে এবং টেক জায়ান্টটির সবচেয়ে বড় ডিসপ্লে সাপ্লায়ার হয়ে উঠবে।

RELATED ARTICLES

Most Popular