মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে Google Pixel ফোন, 4 কোটি লোক কিনেছে, গত বছরে বিক্রি হয়েছে 1 কোটি

Avatar

Published on:

Google pixel smartphones-4-crore-units-of-sold-since-2016-suggests-new-report

সার্চ ইঞ্জিন জায়ান্ট Google একটি বড় সফটওয়্যার কোম্পানি হলেও, হার্ডওয়্যারের দিক থেকেও Pixel সিরিজের স্মার্টফোন এনে তারা বাজারে আধিপত্য বিস্তার করছে। পিক্সেল লাইনআপের অধীনে সম্প্রতি গুগল দুটি নতুন স্মার্টফোন এনেছে – Pixel 8, Pixel 8 Pro। পাশাপাশি কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ২০১৬ সাল থেকে Google Pixel সিরিজের প্রায় ৪০ কোটি ইউনিট বিক্রি হয়েছে। 

তারা জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে ৩৭ লাখ ৯০ হাজার গুগল পিক্সেল ফোন বিক্রি হয়েছে। গ্লোবাল মার্কেট রিসার্চ ফার্ম আইডিসি’র ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো জেরোনিমো বলেছেন, বিশ্বব্যাপী Google Pixel স্মার্টফোনের বিক্রি বেড়েছে। শুধু গত বছরই এক কোটির বেশি গুগল পিক্সেল ইউনিট বিক্রি হয়েছে। দুর্দান্ত ক্যামেরা এবং স্টক অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার কারণে, এই ফোনগুলির চাহিদা বাড়ছে।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ জেরোনিমো লিখেছেন, “গত বছর গুগলের ফোনের বিক্রি ছিল ডাবল ডিজিটে এবং ২০১৬ সালে লঞ্চ হওয়ার পর থেকে প্রায় ৪০ মিলিয়ন পিক্সেল ইউনিট বিক্রি হয়েছে। গত বছর পিক্সেল ৭ আসার আগেই ২৭.৬ মিলিয়ন পিক্সেল ইউনিট বিক্রি হয়েছিল। আর গত ১২ মাস সংস্থাটি প্রায় ১০ মিলিয়ন ইউনিট বিক্রি করেছে। 

Google Pixel 8, Pixel 8 Pro নতুন মডেলের দাম

নতুন পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো স্মার্টফোনে এআই ফিচার এবং আপগ্রেড ক্যামেরা সেন্সর উপস্থিত। এগুলির পাশাপাশি পিক্সেল ওয়াচ ২-ও ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে গুগল পিক্সেল ৮ এর দাম ৭৫,৯৯৯ টাকা এবং পিক্সেল ৮ প্রো এর দাম ১০৬,৯৯৯ টাকা। ১২ অক্টোবর থেকে ফ্লিপকার্টে এদের বিক্রি শুরু হবে।

সঙ্গে থাকুন ➥