চার্জিং ও ক্যামেরা ফিচার চমকে দেবে, iQOO Neo 7 Pro দেশে পা রাখছে জুনের শেষে

Avatar

Published on:

Iqoo neo 7 pro india launch by late June expected specifications features report

আইকো তাদের Neo 7 সিরিজের পরবর্তী স্মার্টফোনট হিসাবে iQOO Neo 7 Pro শীঘ্রই ভারতে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এটি iQOO Neo 7 5G-এর উন্নত ভার্সন হিসাবে আসতে চলেছে, যা গত ফেব্রুয়ারি মাসে দেশে ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত MediaTek Dimensity 8200 5G অক্টা-কোর প্রসেসর এবং ১২০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে বাজারে পা রেখেছিল৷ আইকো ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) নিপুন মারিয়া কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় Neo 7 Pro লঞ্চ করার বিষয়ে টিজ করেছিলেন। এটি ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8+ Gen 1 5G চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে। আর এখন, একটি নতুন রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই আপকামিং আইকো হ্যান্ডসেটটি আগামী মাসের মধ্যে ভারতীয় বাজারে পা রাখবে। ফোনটির বিষয়ে আর কি কি জানা গেল, আসুন দেখে নেওয়া যাক।

iQOO Neo 7 Pro আগামী মাসেই আসছে ভারতের বাজারে

প্রাইসবাবা দাবি কফেছে যে, আইকো নিও ৭ প্রো জুনের শেষের দিকে ভারতে লঞ্চ হবে। কোম্পানির ভারতীয় শাখার সিইও নিপুন মারিয়া সম্প্রতি রোনটার একটি টিজার ইমেজ টুইট করেন এবং এর ক্যাপশনে লেখেন “পাওয়ারিং সুন।” ছবিটি ফোনের নামের বেশ কয়েকটি ইঙ্গিত বহন করে। উদাহরণস্বরূপ চিত্রের মাঝখানে নিও শব্দটি উল্লম্বভাবে লেখা ছিল, আর ওপরের বাম কোণে উল্লম্বভাবে লেখা ‘7’ সংখ্যা এবং নীচের বাম কোণে ‘P’ অক্ষরটি দেখা যাচ্ছিল, যা ছবির ওপরের ডানদিকে থাকা ‘RO’ অক্ষরের সাথে যুক্ত হয়ে স্মার্টফোনের সম্পূর্ণ নামটিকে প্রকাশ করে।

যেটুকু খবর, ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ফুল-এইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। পাওয়ায় ব্যাকআপের জন্য, ১২০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট দ্বারা চালিত হতে পারে। শোনা যাচ্ছে, আইকো নিও ৭ প্রো-এর ক্যামেরা বিভাগে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অবস্থান করবে। আর সেলফির জন্য ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখা যেতে পারে।

জানিয়ে রাখি, ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ ৫জি অক্টা-কোর প্রসেসরের সাথে স্ট্যান্ডার্ড iQOO Neo 7 5G লঞ্চ হয়েছে। এই চিপটির সাথে গ্রাফিক্সের জন্য মালি জি৬১০ জিপিইউ যুক্ত রয়েছে। ফোনটিতে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি ইউএফএস ৩.১.১ স্টোরেজ পাওয়া যায়। ফটোগ্রাফির জন্য, iQOO Neo 7 5G-এর ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যুক্ত রয়েছে।

আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। দামের প্রসঙ্গে বললে, ভারতে লঞ্চের সময় iQOO Neo 7 5G-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম ছিল যথাক্রমে ২৯,৯৯৯ এবং ৩৩,৯৯৯ টাকা। এটি ইন্টারস্টেলার ব্ল্যাক এবং ফ্রস্ট ব্লু কালার অপশনতে পাওয়া যায়।

সঙ্গে থাকুন ➥