Motorola সস্তায় নতুন ফোন আনছে, থাকবে 50MP ক্যামেরা, লঞ্চের আগেই ছবি প্রকাশ্যে

Avatar

Published on:

Motorola moto g play 2024 leaked render reveals design expected launch in January

চলতি মাসেই বেশ কয়েকটি মোটোরোলা ফোনের রেন্ডার অনলাইনে ফাঁস হয়ে খুব তাড়াতাড়ি লঞ্চের জল্পনা বাড়িয়েছিল। নববর্ষের প্রাক্কালে এখন Moto G-সিরিজের আরেকটি মডেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, এই ফোনটি Motorola Moto G Play (2024) নামে আত্মপ্রকাশ করতে চলেছে। এটি গত বছরের Moto G Play (2023)-এর উত্তরসূরি হিসেবে আসবে। চলুন হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Motorola Moto G Play (2024)-এর ডিজাইন ফাঁস

মোটোরোলা মোটো জি প্লে (২০২৪)-এর ডিজাইনটি আগে ফাঁস হওয়া মোটো জি-সিরিজের ফোনগুলির মতোই৷ ডানদিকে পাওয়ার এবং ভলিউম রকার বাটন সহ ফ্ল্যাট ফ্রেম থাকবে। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এম্বেড করা থাকবে বলে মনে করা হচ্ছে। মোটো জি প্লে (২০২৪)-এর রিয়ার প্যানেলে একটি উঁচু আয়তক্ষেত্রাকার আইল্যান্ড দেখা যাবে, যা দেখতে অনেকটা ওপ্পো ফাইন্ড এক্স৬ এবং রেনো ৮-সিরিজের ফোনের মতো। মডিউলটিতে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিটের সাথে যুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অবস্থান করবে৷

প্রসঙ্গত, পূর্বসূরি মোটোরোলা মোটো জি প্লে (২০২৩)-এ ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেলের সহায়ক সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। ফলে ক্যামেরার দিক থেকে ভাল আপগ্রেড বলা যায়৷ Moto G Play (2024)-এর সামনে পাঞ্চ-হোল কাটআউট ডিসপ্লে থাকবে। স্ক্রিনটি বেশ পুরু বেজেল এবং অপেক্ষাকৃত চওড়া চিন দ্বারা বেষ্টিত হবে, যা সাধারণত বাজেট ফোনে দেখতে পাওয়া যায়। রিপোর্টে বলা হয়েছে যে, স্মার্টফোনটিতে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, যা এইচডি+ এর পরিবর্তে ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে।

এছাড়া, রেন্ডারে Motorola Moto G Play (2024)-কে স্যাফায়ার ব্লু কালার অপশনে দেখা গেছে। নীচে একটি ইউএসবি-সি পোর্ট এবং স্পিকার গ্রিল, আর ফোনের ওপরে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অবস্থান করবে। Motorola Moto G Play (2024) একটি বাজেট স্মার্টফোন বলে মনে হচ্ছে। দাম ১৬৯ ডলার (প্রায় ১৪,১০০ টাকা) হতে পারে এবং ফোনটি আগামী মাসে বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

সঙ্গে থাকুন ➥