পারফরম্যান্সে বাজিমাত! সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের শিরোপা জিতল OnePlus 12

Avatar

Published on:

OnePlus 12 Top in AnTuTu Ranking

জানুয়ারি মাস শুরু হতেই জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (AnTuTu) পারফরম্যান্সের নিরিখে ডিসেম্বর, ২০২৩-এর সেরা দশটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বজুড়ে প্রাপ্ত ডেটার ওপর ভিত্তি করে গণনা করা প্রতিটি ফোনের গড় স্কোর বার করা হয়েছে। গত মাসে বেস্ট পারফর্মিং ফোন হল OnePlus 12। Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকার কারণে তালিকার শীর্ষে এটি। চলুন পারফরম্যান্সের নিরিখে শীর্ষ দশটি ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের নাম দেখে নেওয়া যাক।

২০২৩ সালের ডিসেম্বরে AnTuTu-এর শীর্ষ ১০টি স্মার্টফোন (পারফরম্যান্স অনুসারে)

র‍্যাঙ্ক ১: OnePlus 12, Snapdragon 8 Gen 3 প্রসেসর, ২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – ২১,৮৮,১৩৪ পয়েন্ট

র‍্যাঙ্ক ২: Vivo X100, MediaTek Dimensity Dimensity 9300 প্রসেসর, ১৬ জিবি র‍্যাম + ১টিবি স্টোরেজ – ২১,৮৬,০১৯ পয়েন্ট

র‍্যাঙ্ক ৩: iQOO Neo 9 Pro, Dimensity 9300 চিপসেট, ১৬ জিবি র‍্যাম + ১টিবি স্টোরেজ – ২১,৮১,৪৪৩ পয়েন্ট

র‍্যাঙ্ক ৪: iQOO 12, Snapdragon 8 Gen 3 চিপসেট, ১৬ জিবি র‍্যাম + ১টিবি স্টোরেজ – ২১,৭৯,০০৩ পয়েন্ট

র‍্যাঙ্ক ৫: iQOO 12 Pro, Snapdragon 8 Gen 3 চিপসেট, ১৬ জিবি র‍্যাম + ১টিবি স্টোরেজ – ২১,৭৮,৮৭৩ পয়েন্ট

র‍্যাঙ্ক ৬: Red Magic 9 Pro+, Snapdragon 8 Gen 3 চিপসেট, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ২১,৪২,৩২৯ পয়েন্ট

র‍্যাঙ্ক ৭: Nubia Z60 Ultra, Snapdragon 8 Gen 3 প্রসেসর, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ২১,৪২,১৭৮ পয়েন্ট

র‍্যাঙ্ক ৮: Vivo X100 Pro, Dimensity 9300 প্রসেসর, ১৬ জিবি র‍্যাম + ১টিবি স্টোরেজ – ২১,৩৪,৩৩১ পয়েন্ট

র‍্যাঙ্ক ৯: Xiaomi 14, Snapdragon 8 Gen 3 চিপ, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ২০,৪৩,৭১০ পয়েন্ট

র‍্যাঙ্ক ১০: Xiaomi 14 Pro, Snapdragon 8 Gen 3 প্রসেসর, ১৬ জিবি র‍্যাম + ১টিবি স্টোরেজ – ২০,৪১,৬৫৬ পয়েন্ট

ডিসেম্বরের প্রথম সপ্তাহে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১২ ফোনটি ২১,৮৮,১৩৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করেছে। যদিও স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপটি এর অভূতপূর্ব কার্যক্ষমতার কারণ, তবে এটিও উল্লেখ করতে হয় যে স্মার্টফোনটিতে বিশাল ৯, ১৪০বর্গমিলিমিটার ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ব্যবহৃত হয়। এটি সিপিইউ-কে আরও বেশি হেডরুম দেয়।

তারপর, মাত্র ২,১১৬ পয়েন্টে পিছিয়ে রয়েছে ভিভো এক্স১০০, যেটি নভেম্বর মাসে আনটুটু তালিকায় একই স্থানে ছিল। এই ডাইমেনসিটি ৯৩০০-চালিত স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ যুক্ত ফোনের সাথে পারফরম্যান্সের ক্ষেত্রে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে। ভবিষ্যতে আরও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০-চালিত ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, iQOO Neo 9 Pro তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যদিও, ৪১৯ ডলার (প্রায় ৩৪,৯১০ টাকা) দাম হওয়ায় এটিকে ফ্ল্যাগশিপ বলা যায়না। কিন্তু তাও, এটি Dimensity 9300 চিপের সৌজন্যে ২১,৮১,৪৪৩ পয়েন্টের গড় স্কোর নিয়ে তার স্থানটি ধরে রেখেছে। এই ডিভাইসটি একটি বাজেট-ফ্রেন্ডলি গেমিং স্মার্টফোন খুঁজছেন এমন গ্রাহকদের আকৃষ্ট করতে পারে।

গেমিংয়ের কথা বললেই মাথায় আসে গেমিং ফ্ল্যাগশিপ Red Magic 9 Pro+ এর নাম। এটি নভেম্বর মাসে আনটুটু তালিকার প্রথম স্থানে থাকলেও, ডিসেম্বরের র‍্যাঙ্কিংয়ে ফোনটি ছয় নম্বরে নেমে এসেছে৷ পারফরম্যান্স গত মাসের তুলনায় প্রায় ৪০,০০০ পয়েন্ট কমেছে৷ OnePlus 12 এবং iQOO Neo 9 Pro ফোনগুলি শীঘ্রই বিশ্ব বাজারে আসছে। তবে মনে করা হচ্ছে যে, গ্লোবাল মার্কেটে iQOO Neo 9 Pro তার চীনা সংস্করণের তুলনায় ভিন্ন চিপসেটের সাথে লঞ্চ হবে।

সঙ্গে থাকুন ➥