কেনার আগে দেখে নিন Realme P1 Pro 5G নাকি Infinix Note 40 Pro 5G ফোন ভালো

Avatar

Published on:

Realme P1 Pro 5G vs Infinix Note 40 pro 5G check which one is best smartphone

গতকাল ভারতে লঞ্চ হয় Realme P1 স্মার্টফোন সিরিজ। এই লাইনআপের অধীনে মোট দুটি হ্যান্ডসেট এসেছে। যার মধ্যে টপ-এন্ড মডেল অর্থাৎ Realme P1 Pro 5G -এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হবে গত সপ্তাহে (12ই এপ্রিল) আত্মপ্রকাশ করা Infinix Note 40 Pro 5G। মূলত এই দুটি ফোনের দাম এদেশে 21,999 টাকা থেকে শুরু হওয়ায় এবং কয়েকটি ফিচারগত সদৃশ্যতা থাকায় এমনটা দাবি করা হচ্ছে। তাই নতুন দুটি হ্যান্ডসেটের মধ্যে কে সেরা তা এখন বিচার্য বিষয়। চলুন Realme P1 Pro 5G এবং Infinix Note 40 Pro 5G -এর দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি দেখে নেওয়া যাক।

Realme P1 Pro 5G vs Infinix Note 40 Pro 5G : দাম

এদেশে রিয়েলমি পি1 প্রো 5জি স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 21,999 টাকা থেকে। এই দাম এর 8 জিবি র‌্যাম+128 জিবি স্টোরেজ অপশনের। আবার 8 জিবি র‌্যাম+256 জিবি স্টোরেজ বিকল্পটি 22,999 টাকায় পাওয়া যাবে। এটি – ফিনিক্স রেড এবং প্যারট ব্লু কালার ভ্যারিয়েন্টে এসেছে।

ভারতের বাজারে ইনফিনিক্স নোট 40 প্রো 5জি স্মার্টফোনের 8 জিবি র‌্যাম+256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টর দাম 21,999 টাকা রাখা হয়েছে। এটি – অবসিডিয়ান ব্ল্যাক, টাইটান গোল্ড এবং ভিনটেজ গ্রীন কালার বিকল্পে পাওয়া যাবে।

Realme P1 Pro 5G vs Infinix Note 40 Pro 5G : ডিসপ্লে, সেন্সর

রিয়েলমি পি1 প্রো 5জি স্মার্টফোনে 6.67-ইঞ্চির ফুল এইচডি প্লাস প্রোএক্সডিআর কার্ভড AMOLED ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 2000 নিট পিক ব্রাইটনেস, 50,00,000:1 কনট্রাস্ট রেশিও এবং 2160 হার্টজ পিডাব্লিউএম ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। আবার সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকছে।

ইনফিনিক্স নোট 40 প্রো 5জি ফোনে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন সহ 6.78-ইঞ্চির ফুল এইচডি প্লাস (1080 × 2436 পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই টাচস্ক্রিন – 10 বিট প্যানেল, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিট পিক ব্রাইটনেস, 50,00,000:1 কনট্রাস্ট রেশিও এবং DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে। নিরাপত্তার জন্য মিলবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Realme P1 Pro 5G vs Infinix Note 40 Pro 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

ভালো পারফরম্যান্সের জন্য রিয়েলমি পি1 প্রো 5জি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর এবং অ্যাড্রেন 710 জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি 8 জিবি র‌্যাম এবং 128 জিবি/256 জিবি UFS 3.1 স্টোরেজের সাথে এসেছে। যদিও এই ফোনে অতিরিক্তভাবে আরো 8 জিবি এক্সটেন্ডেড র‌্যাম ফিচার সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 কাস্টম ওএস দ্বারা চালিত।

ইনফিনিক্স নোট 40 প্রো 5জি ফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 প্রসেসর এবং বিএক্সএম-8-256 গ্রাফিক্স কার্ড উপস্থিত। এতে স্টোরেজ হিসাবে 12 জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং 256GB UFS 2.2 রম পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে 12 জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম ফিচারও সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক XOS 14 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

Realme P1 Pro 5G vs Infinix Note 40 Pro 5G : ক্যামেরা সেটআপ

ক্যামেরা বিভাগের কথা বললে, Realme P1 Pro 5G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল – OIS সমর্থিত 50 মেগাপিক্সেল Sony LYT 600 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শুটার।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Infinix Note 40 Pro 5G ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – এফ/1.75 অ্যাপারচার ও OIS সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + এফ/2.4 অ্যাপারচার যুক্ত 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + এফ/2.4 অ্যাপারচারের সাথে 2 মেগাপিক্সেল ডেপথ লেন্স। এদিকে ডিভাইসের সামনে এফ/2.2 অ্যাপারচার ও ডুয়াল LED ফ্ল্যাশ সহ 32 মেগাপিক্সেলের সেলফি শ্যুটার লক্ষ্যণীয়।

Realme P1 Pro 5G vs Infinix Note 40 Pro 5G : কানেক্টিভিটি বিকল্প, ব্যাটারি

কানেক্টিভিটি বিকল্প হিসাবে রিয়েলমি পি1 প্রো 5জি স্মার্টফোনে সামিল থাকছে – ডুয়াল সিম স্লট, 5জি, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডু, এবং ইউএসবি 2.0 পোর্ট৷ এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে 45 ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে।

ইনফিনিক্স নোট 40 প্রো 5জি স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য – ডুয়াল সিম স্লট, 5জি, ওয়াই-ফাই 5, ব্লুটুথ এবং NFC অন্তর্ভুক্ত৷ এতে 45 ওয়াট ফাস্ট চার্জিং ও 20 ওয়াট ম্যাগচার্জ ওয়্যারলেস চার্জিং সমর্থিত 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে।

Realme P1 Pro 5G vs Infinix Note 40 Pro 5G : পরিমাপ

রিয়েলমি পি1 প্রো 5জি স্মার্টফোনের পরিমাপ 161.47×74.02×8.35 মিমি এবং ওজন 186 গ্রাম।

ইনফিনিক্স নোট 40 প্রো 5জি স্মার্টফোনের পরিমাপ 164.28×74.5×8.09 মিমি এবং ওজন 196 গ্রাম (ব্ল্যাক কালার) / 190 গ্রাম (গ্রীন ও গোল্ড কালার)।

সঙ্গে থাকুন ➥