রেডমির সবচেয়ে সস্তা ফাইভজি ফোন Redmi 11 Prime 5G এর সেল আজ, রয়েছে আকর্ষণীয় অফার

Avatar

Published on:

Redmi 11 Prime 5G goes on sale today in India

Redmi 11 Prime 5G কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ প্রথমবার ফোনটি কেনার জন্য উপলব্ধ হল। ই-কমার্স সাইট অ্যামাজন ও সংস্থার নিজস্ব ওয়েবসাইট Mi.com থেকে ফোনটি পাওয়া যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা Redmi 11 Prime 5G এর সাথে ব্যাংক অফার সুবিধা নিতে পারবেন। ফিচারের কথা বললে, এই ফোনে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে পাওয়া যাবে।

Redmi 11 Prime 5G এর দাম ও সেল অফার

রেডমি ১১ প্রাইম ৫জি পেপি পার্পেল, ফ্ল্যাশি ব্ল্যাক, প্লেফুল গ্রিন কালারে পাওয়া যাবে। এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও রয়েছে, যার দাম ১৫,৯৯৯ টাকা।

সেল অফার হিসেবে ICICI ব্যাংকের কার্ডধারীরা এই ফোনটি কেনার সময় ১,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়া ফোনটি ইএমআই ও এক্সচেঞ্জ অফারের সাথে কেনা যাবে।

Redmi 11 Prime 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে (বক্সে ২২.৫ ওয়াট চার্জার রয়েছে)। ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে সহ এসেছে।

Redmi 11 Prime 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

সঙ্গে থাকুন ➥