Smartphone: আরও সস্তায় ভারতে পাওয়া যাবে স্মার্টফোন, নয়া উদ্যোগ নিচ্ছে TRAI

Avatar

Published on:

TRAI Make Smartphones

টেলিকম অথোরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI সম্প্রতি ভারতে স্মার্টফোন (Smartphone) আরো সাশ্রয়ী করে তোলার জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এর জন্য তারা সাধারণ মানুষের কাছে মতামতও জানতে চেয়েছে। এই রেগুলেটরি সংস্থাটি “Digital Inclusion in the Era of Emerging Technologies” বিষয়ে একটি পেপার প্রস্তুত করেছে। এই পেপারে, ভারতে স্মার্টফোন (Smartphone) উৎপাদন করে দাম কমানোর চেষ্টা কিভাবে করা সম্ভব তার উপায়গুলি থাকবে।

এই পেপারে নিজের মতামত জানানোর শেষ তারিখ ১৬ অক্টোবর আর পাল্টা মতামত জানানোর শেষ তারিখ ৩১ অক্টোবর।

প্রযুক্তিকে সাশ্রয়ী ও সবার ব্যবহার যোগ্য করে তুলতে হবে

TRAI এর মতে যদি প্রযুক্তিকে সাশ্রয়ী এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য না করা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং 5G এনাবল ডিভাইসের চাহিদা বাড়ানো সম্ভব নয়।

TRAI আরো জানিয়েছে যে, কাঠামোর অভাব, ডিজিটাল সাক্ষরতার সীমাবদ্ধতা এবং সহজলভ্যতার মতো সমস্যাগুলি প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সেই কারণে এগুলি কাটিয়ে ওঠার উপায় জানা দরকার।

সঙ্গে থাকুন ➥