Vivo X Fold 3: অনবদ্য ক্যামেরা সহ দুর্ধর্ষ ফিচার্স, বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করল ভিভো

Updated on:

Vivo X Fold 3 Series Launched in China

ভিভো গতকাল (26 মার্চ) চীনে তাদের ফ্ল্যাগশিপ X Fold সিরিজের থার্ড জেনারেশন স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। Vivo X Fold 3 লাইনআপে স্ট্যান্ডার্ড এবং প্রো ভ্যারিয়েন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে Vivo X Fold 3 Pro সবচেয়ে প্রিমিয়াম। দু’টি ফোনে স্পেসিফিকেশন প্রায় একরকম, তবে মধ্যে কিছু পার্থক্যও রয়েছে। Vivo X Fold 3 গত বছরের X Fold 2-এর উত্তরসূরি হিসেবে এসেছে। এই ফোল্ডেবলগুলি ওলেড (OLED) ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের OV50H প্রাইমারি সেন্সর এবং Snapdragon 8 সিরিজের প্রসেসর অফার করে। চলুন Vivo X Fold 3 এবং Vivo X Fold 3 Pro- এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Vivo X Fold 3 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার

ভিভো এক্স ফোল্ড 3 এবং এক্স ফোল্ড 3 প্রো-এ ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। কভার স্ক্রিনের আকার 6.53 ইঞ্চি, যার রেজোলিউশন 2,480 x 2,200 পিক্সেল। আর ভিতরে 2,748 x 1,172 পিক্সেল রেজোলিউশন সহ 8.03 ইঞ্চির ইনার ডিসপ্লে রয়েছে। উভয় স্ক্রিনই 120 হার্টজ রিফ্রেশ রেট সহ এলটিপিও (LTPO) প্রযুক্তি এবং 4,500 নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করে৷ ভিভো এক্স ফোল্ড 3 প্রো ইন্টিগ্রেটেড আল্ট্রা-সনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে এসেছে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড ভার্সনে সাইড-মাউন্টেড স্ক্যানার রয়েছে।

ডিজাইনের ক্ষেত্রে, ভিভো এক্স ফোল্ড 3 সিরিজে একটি বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউল রয়েছে। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটিকে সবচেয়ে স্লিম ফোল্ডেবল ফোন বলে দাবি করে হয়েছে। আনফোল্ড করা অবস্থায় এর পরিমাপ মাত্র 4.65 মিলিমিটার। এটি 219 গ্রাম ওজনের সাথে আইফোন 15 প্রো ম্যাক্স-এর চেয়েও হালকা। ভিভো জানিয়েছে যে, এক্স ফোল্ড 3 সিরিজে খুবই টেকসই একটি কার্বন-ফাইবার লাইটওয়েট হিঞ্জ বা কব্জা রয়েছে। ফোল্ডেবল ফোনটি আর্মার গ্লাসের জন্য প্রথম সুইস এসজিএস (SGS) ফাইভ-স্টার ড্রপ-রেজিস্ট্যান্স সার্টিফিকেশন পেয়েছে। প্রো এবং স্ট্যান্ডার্ড মডেলটি যথাক্রমে IPX8 ও IPX4 সার্টিফায়েড জল-প্রতিরোধী চ্যাসিস সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য, Vivo X Fold 3 সিরিজে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। উভয় ফোনের সেটআপেই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এনেবল 50 মেগাপিক্সেলের OV50H প্রধান সেন্সর এবং একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স উপস্থিত রয়েছে। এছাড়া, স্ট্যান্ডার্ড মডেলে তৃতীয় ক্যামেরা হিসাবে একটি 50 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স রয়েছে, যেখানে X Fold 3 Pro 3x অপটিক্যাল জুম এবং 70 মিমি ফোকাল লেন্থ সহ একটি 64 মেগাপিক্সেলের ওআইএস পেরিস্কোপ সেন্সর অফার করে৷ সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, Vivo X Fold 3 সিরিজের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ডিসপ্লেগুলির ওপরে একটি পাঞ্চ-হোল কাটআউটের ভিতরে 32 মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে। শুধুমাত্র প্রো মডেলটি কোম্পানির সেল্ফ-ডেভেলপ করা V3 ইমেজিং চিপের সাথে এসেছে।

পারফরম্যান্সের জন্য, Vivo X Fold 3 Pro-তে রয়েছে Qualcomm-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 প্রসেসর, যেখানে স্ট্যান্ডার্ড মডেলটিতে পুরনো Snapdragon 8 Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। দুটি ফোনেই সর্বাধিক 16 জিবি এলপিডিডিআর5 র‍্যাম এবং 1 টিবি পর্যন্ত ইউএফএস 4.0 স্টোরেজ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X Fold 3 বড় 5,50 এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, Fold 3 Pro-তে বৃহত্তর 5,700 এমএএইচ সেল যুক্ত রয়েছে, যা 100 ওয়াট ওয়্যার্ড চার্জিং গতি এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে৷

Vivo X Fold 3 সিরিজের মূল্য ও লভ্যতা

চীনে Vivo X Fold 3 Pro 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 9,999 ইউয়ান (প্রায় 1,17,000 টাকা) এবং 10,999 ইউয়ান (প্রায় 1,26,850 টাকা)। স্ট্যান্ডার্ড Vivo X Fold 3-এর দাম শুরু হচ্ছে 6,999 ইউয়ান (প্রায় 81,900 টাকা) থেকে। দুটি ফোনই কালো এবং সাদা রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে। Vivo X Fold 3 সিরিজ কবে ভারতে আসবে, তা এখনও নিশ্চিতভাবে জানায়নি ভিভো।

সঙ্গে থাকুন ➥