44W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে আসছে Vivo-র নতুন 5G, লঞ্চ হতে পারে এক মাসের মধ্যেই

Avatar

Published on:

Vivo Y38 5G Processor

গত সপ্তাহে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, ভিভো (Vivo) তাদের Y সিরিজের তিনটি নয়া ফোনের ওপর কাজ করছে – Vivo Y38 5G, Vivo Y03s এবং Vivo Y03t৷ যাদের মডেল নম্বর যথাক্রমে V2343, V2333 এবং V2344। আর এখন, Vivo Y38 মডেলটি ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) এবং চীনের সিকিউসি (CQC) থেকে ছাড়পত্র পেয়ে শীঘ্রই লঞ্চের সম্ভাবনা উস্কে দিয়েছে। উল্লেখ্য, ফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটেও দেখা গেছে।

Vivo Y38 5G লঞ্চ হতে বেশি দেরি নেই

ভিভো ওয়াই38 5জি ফোনটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ-এর ডেটাবেসে V2343 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এটি ফোনে ব্লুটুথ 5.1 ভার্সন সাপোর্ট করবে বলে নিশ্চিত করেছে। এছাড়াও, ডিভাইসটি চায়না কোয়ালিটি সার্টিফিকেশন ডেটাবেসে একই মডেল নম্বরের সাথে উপস্থিত হয়েছে, যা ইঙ্গিত করে যে এটি 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

উল্লেখ্য, ভিভো ওয়াই38 5জি গত জানুয়ারি মাসেই গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেসে উপস্থিত হয়েছিল। যা প্রকাশ করেছে যে, ডিভাইসটি কোয়ালকম চিপসেটের সাথে আসবে, যার কোডনেম “প্যারট” (parrot)। সেখানে সোর্স কোডে উল্লিখিত তথ্যগুলি দেখে অনুমান করা যায় যে, ভিভো ওয়াই38 5G-তে স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর থাকবে।

এছাড়াও, গিকবেঞ্চ থেকে জানা গেছে যে Vivo Y38 5G-তে 8 জিবি র‍্যাম থাকবে এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে। পারফরম্যান্স সম্পর্কে বলল, গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে 3,092 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 7,035 স্কোর অর্জন করেছে। প্রসঙ্গত, ব্লুটুথ এসআইজি ছাড়পত্র দেওযার প্রায় এক মাসের মধ্যেই কোনও ফোন বাজারে লঞ্চ হয়ে থাকে। তাই, মনে করা হচ্ছে যে, Vivo Y38 5G আগামী মাসেই (মে) বাজারে পা রাখতে পারে।

সঙ্গে থাকুন ➥