নেপালে সিরিজ খেলতে গিয়ে অনাদর ইন্ডিজ ক্রিকেটারদের, লরিতে করে নিয়ে যেতে হল কিটব্যাগ- ভিডিও

আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪ এর প্রস্তুতিস্বরূপ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ এ দল এবং নেপাল সিনিয়র পুরুষ দল।

আগামী ২৭ মার্চ তথা শনিবার থেকে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ এ বনাম নেপাল সিনিয়র পুরুষ দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ (West Indies A vs Nepal Senior Men’s Team)। আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪ (ICC T20 World Cup 2024) এর প্রস্তুতিস্বরূপ এই টি-২০ সিরিজটি খেলতে চলেছে উপরিউক্ত দুই দল। এই সিরিজটি অনুষ্ঠিত হবে নেপালে। তার জন্য বুধবারেই নেপালের রাজধানী কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে ক্যারিবিয়ান তারকারা।

কিন্তু ওইদিনই একটি বিষয় সকলকে অবাক করেছে, তা হল ওয়েস্ট ইন্ডিজ এ দলের তারকাদের লাগেজ বহনের জন্য বিমানবন্দরের বাইরে এক টেম্পো অপেক্ষা করছিল। তারপরে ক্রিকেটারদের দেখা মাত্রই এক সাহায্যকর্মী তাদের কিটগুলি এবং স্যুটকেসগুলি সেই টেম্পোর উপরে স্তূপ করে রাখে। এরপর ক্রিকেটারদের বাসে করে গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হয়। একটি ভিডিওর মাধ্যমে সকলের সামনে এসেছে ওইরূপ পরিস্থিতিটি।

খেলোয়াড়দের লাগেজ টেম্পোতে ওঠানোর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে৷ অনেকে এই ভিডিও দেখে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ এরকম ব্যাবস্থাপনা দেখে হতবাক হয়েছেন। কেউ আবার নেপাল ক্রিকেট বোর্ডের উপর নিজেদের নিন্দা ছুড়ে দিয়েছেন। তবে নেপাল অত্যন্ত গরীব দেশ হওয়ায় অনেকে এই বিষয়টিকে সমর্থনও করেছেন।

ইতিহাসে প্রথমবার নেপালে এসে সিরিজ খেলতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ দল। ওই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এ দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে রোস্টন চেজকে (Roston Chase)। প্রথমবারের মতো এমন স্তরে দলকে নেতৃত্ব দেবেন তিনি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ এ দলের সাথে দেখা যাবে অ্যালিক অ্যাথানাজেকে (Alick Athanaze)। আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিপর্ব হিসাবে এই সিরিজকে দেখতে উভয় দলই।