CNG গাড়ির বাজারেও Maruti-কে টেক্কা দিতে চলেছে Tata, নতুন মডেলে থাকছে এই ফিচার

সিএনজি মডেলের পোর্টফোলিও’র সম্প্রসারণে ‘পরিবেশ সচেতক’ টাটা মোটর্স (Tata Motors) বেশ তৎপর। নির্দিষ্ট সময় অন্তর তাই নিজেদের লাইনআপে নতুন সিএনজি গাড়ি লঞ্চ করতে দেখা যায় সংস্থাকে। Tiago and Tigor CNG-এর পর এবারে Nexon CNG লঞ্চের প্রস্তুতি শুরু করেছে। আবার এই মডেলটি ভারত মোবিলিটি শো ২০২৪-এর মঞ্চে প্রদর্শন করেছিল টাটা।

Tata Nexon CNG কেমন হবে

Tata Nexon CNG সেগমেন্টের প্রথম গাড়ি, যাতে থাকছে টার্বো-পেট্রোল সিএনজি ইঞ্জিন। লঞ্চের পর এটি Maruti Brezza CNG-এর সাথে সম্মুখ সমরে নামবে। গাড়িটি লঞ্চের সঠিক সময়কাল সম্পর্কে কোম্পানি মুখ না খুললেও অনুমান করা হচ্ছে, দীপাবলির আগে বাজারে হাজির হবে। সংস্থা নিশ্চিত করেছে, নেক্সন সিএনজি এবছরই লঞ্চ হচ্ছে।

এগিয়ে চলার শক্তি জোগাতে Tata Nexon CNG-তে দেওয়া হবে সংস্থার টুইন সিএনজি সিলিন্ডার টেকনোলজি যুক্ত একটি ১.২ লিটার ৩-সিলিন্ডার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন। তবে এর আউটপুট এবং মাইলেজ সম্পর্কে মুখ খোলেনি টাটা। Tiago and Tigor CNG-এর মত এতেও টুইন সিএনজি সিলিন্ডার সেটআপ থাকার কারণে বুট স্পেস বেশি মিলবে।

Nexon CNG -এর ডিজাইন ও স্টাইলিং মডেলটির পেট্রোল ও ডিজেল ভার্সনের সাথে অনুরূপ হবে। সিএনজি থেকে পেট্রোল মোডে পরিবর্তন করতে এতে থাকছে ইসিইউ। আকর্ষণের বিষয় হল, সিএনজি মোডে রেখেই ইঞ্জিন স্টার্ট করা যাবে। প্রসঙ্গত, Nexon CNG ছাড়াও Curvv SUV Coupe মডেলটি এ বছরই লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে টাটা। বাজারে ইলেকট্রিক ভার্সন আগে আনা হবে। এটি টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন সমেতও আনা হবে বলে নিশ্চিত করেছে সংস্থা।