স্মার্টফোন বা ল্যাপটপ দ্রুত চার্জ হবে, লঞ্চ হল Stuffcool Centurion ওয়াল চার্জার

স্মার্টফোন হোক কিংবা ল্যাপটপ – হাতের ডিভাইস চার্জ হতে যদি বেশি সময় লাগে তা বিরক্তির উদ্রেক তো করেই, পাশাপাশি দীর্ঘ চার্জিং প্রসেসের জন্য ব্যাহত হয় কাজকর্মও। কিন্তু এবার এই জাতীয় সমস্যা গায়েব হবে চুটকিতেই! আসলে ঘণ্টার পর ঘণ্টা ডিভাইস চার্জে রাখার ঝামেলা থেকে রেহাই দিতে, এবার বাজারে এসেছে নতুন Stuffcool Centurion (স্টাফকুল সেঞ্চুরিয়ন) চার্জার। এই নতুন স্টাফকুল প্রোডাক্টটি আসলে ইউনিভার্সাল থার্ড পার্টি ওয়াল চার্জার যা ফোন-ল্যাপটপ ইত্যাদিতে ফাস্ট চার্জিংয়ের সুবিধা সরবরাহ করে। শুধু তাই নয় এই চার্জিং অ্যাডাপ্টারে মোট চারটি ইউএসবি পোর্টও রয়েছে, যার ফলে ক্রেতারা এতে ল্যাপটপ এবং স্মার্টফোন একসাথে চার্জ করতে পারবেন। এটি, সাধারণ ডিভাইসের পাশাপাশি অ্যাপলের ম্যাকবুকের সাথেও নির্ঝঞ্ঝাটে কাজ করবে। আসুন Stuffcool Centurion এর ফিচার ও দাম জেনে নেওয়া যাক।

Stuffcool Centurion চার্জারের কার্যকারিতা

পাওয়ার ব্যাংকের অনুরূপ নতুন স্টাফকুল সেঞ্চুরিয়ান চার্জারে দুটি ইউএসবি টাইপ-সি এবং দুটি ইউএসবি টাইপ-এ পোর্ট রয়েছে। ইউএসবি-সি পোর্টের মাধ্যমে চার্জারটি থেকে ১০০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং স্পিড পাওয়া যাবে, যেখানে ইউএসবি-এ পোর্ট থেকে মিলবে ৩০ ওয়াটের চার্জিং স্পিড। সেক্ষেত্রে ইউএসবি-এ পোর্টদ্বয় মূলত স্মার্টফোন সেটআপের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, ফলে ইউজাররা এটি ইচ্ছেমত বহন করতে পারবেন। তাছাড়াও এই পোর্টদুটি আল্ট্রাবুক চার্জিংয়ে ব্যবহার করা যাবে। এর জন্য শুধু যথাযথ চার্জিং কেবলের প্রয়োজন হবে।

ভারতীয় ব্র্যান্ড স্টাফকুল জানিয়েছে, তাদের নতুন সেঞ্চুরিয়ান ওয়াল অ্যাডাপ্টারটি ‘অটো ডিটেক্ট আইসি’-এর মত বেশ কয়েকটি ফিচার সহ এসেছে, যা স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত ডিভাইসের পাওয়ার ড্র শনাক্ত করে প্রয়োজনীয় পাওয়ার বা বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এছাড়াও এতে পাওয়ার ড্রয়ের ওঠানামার কারণে উদ্ভূত ডিভাইস হিটিং বা আনুষঙ্গিক ক্ষতি এড়ানোর জন্য ছয়টি বিশেষ স্তর রয়েছে। সাথে আছে বিআইএস (BIS)-এর শংসাপত্রও।

Stuffcool Centurion চার্জারের দাম ও উপলভ্যতা

এই স্টাফকুল সেঞ্চুরিয়ন চার্জারটি Samsung, Motorola, Huawei, Oppo, Vivo এবং OnePlus ব্র্যান্ডের ডিভাইসের জন্য ব্যবহার করা যাবে। আগ্রহীরা এখনই এটি অ্যামাজন ইন্ডিয়া, স্টাফকুল ইন্ডিয়ার নিজস্ব সাইট এবং অফলাইন ইলেকট্রনিক্স রিটেলারদের কাছ থেকে কিনতে পারবেন। এটির দাম পড়বে ৬,৯৯৯ টাকা। তবে এই মুহূর্তে লঞ্চ অফারে এটি ৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন