রেকর্ড ভাঙল 60 মিনিটেই! প্রথম সেলে iQOO 12 ও iQOO 12 Pro কিনতে ঝাঁপিয়ে পড়ল মানুষ

আইকো গতকালই চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে তারা তাদের বহু প্রতীক্ষিত iQOO 12 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির ওপর থেকে ওপর থেকে পর্দা সরিয়েছে। এই নতুন লাইনআপটির প্রারম্ভিক মূল্য ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৪,৭৭৫ টাকা) এবং বর্তমানে স্ট্যান্ডার্ড iQOO 12 এবং iQOO 12 Pro মডেলগুলি ভিভো চায়নার অনলাইন স্টোর, জিংডং মল, টিমল এবং পিনডুওডুও সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে। প্রি-অর্ডার প্রক্রিয়া চালু হওয়ার পর, আইকো নিশ্চিত করেছে যে iQOO 12 সিরিজটি ক্রেতাদের অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছে।

iQOO 12 অভাবনীয় প্রি-অর্ডার বুকিং দিয়ে যাত্রা শুরু করলো

আইকো জানিয়েছে যে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-চালিত আইকো ১২ সিরিজের প্রি-সেল শুরু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে বিক্রি হওয়া ইউনিটের সংখ্যা, পূর্বসূরি আইকো ১১ সিরিজের পুরো দিনের ক্রমবর্ধমান বিক্রয়কে ছাড়িয়ে গেছে। তাই, ব্র্যান্ডটি তাদের গ্রাহকদের নতুন সিরিজটির প্রতি উৎসাহ ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আইকো ১২ সিরিজ বিভিন্ন ধরনের ব্যবহারকারীর প্রয়োজন মেটানোর জন্য একাধিক কনফিগারেশনে বাজারে এসেছে। স্ট্যান্ডার্ড আইকো ১২-এর বেস মডেলটিতে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে, যার দাম ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৪,৭৭৫ টাকা)। এছাড়াও রয়েছে ১৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট, যা দুটি স্টোরেজ বিকল্পে উপলব্ধ। ৫১২ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৪৯,৯৭০ টাকা) এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৩,৭৯০ টাকা)।

অন্যদিকে, iQOO 12 Pro-এর ২৫৬ জিবি, ৫১২ জিবি, এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৭,২২৫ টাকা), ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬৩,৯৫০ টাকা) এবং ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৬৮,৬৭৫ টাকা)। এই সবকটি ভ্যারিয়েন্টই ১৬ জিবি র‍্যাম অফার করে। iQOO 12 সিরিজের দুটি ফোনই তিনটি কালারে উপলব্ধ – ব্ল্যাক, হোয়াইট এবং রেড। এই ডিভাইসগুলি আগামী ১৪ নভেম্বর থেকে সরবরাহ করা শুরু হবে৷ আইকো ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, তারা ভারতে আগামী ১২ ডিসেম্বর রেগুলার iQOO 12 মডেলটি লঞ্চ করবে। যদিও, প্রো মডেলটির চীনা বাজারেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে।