Oppo A38: 10,000 টাকার রেঞ্জে 33W ফাস্ট চার্জিং ও 50MP ক্যামেরার দুর্দান্ত ফোন আনল ওপ্পো

ওপ্পো (Oppo) সম্প্রতি তাদের সংযুক্ত আরব আমিরাতের (UAE) ওয়েবসাইটে Oppo A38 স্মার্টফোনটিকে তালিকাভুক্ত করেছে। আর এখন এই ডিভাইসটি মালয়েশিয়ার বাজারেও হাজির হয়েছে। এটি একটিমাত্র স্টোরেজ কনফিগারেশনে এসেছে, যা বেশ সাশ্রয়ী। নবাগত Oppo A38-এ আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G85 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। আসুন তাহলে মালয়েশিয়ার বাজারে Oppo A38-এর মূল্য ও এর স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo A38-এর স্পেসিফিকেশন

ওপ্পো এ৩৮-এ এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এছাড়াও, এই ডিসপ্লেটি ১০০% ডিসিআই-পি৩ এবং এসআরজিবি কালার গ্যামট সাপোর্ট করে, যা স্ক্রিনের সমৃদ্ধ ও সঠিক রং নিশ্চিত করে। ওপ্পো এ৩৮-এ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত, যা ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। এছাড়াও, মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনটির স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা বিভাগে, ওপ্পো এ৩৮-এ এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে, সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ওপ্পো এ৩৮-এ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট করে৷ সংযোগের ক্ষেত্রে, এই ওপ্পো ফোনটিতে ডুয়েল সিম সাপোর্ট, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য, ওপ্পো এ৩৮-এ একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত রয়েছে।

Oppo A38-এর মূল্য এবং লভ্যতা

Oppo A38 এখন মালয়েশিয়ায় ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাচ্ছে। এটির মূল্য ৫৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত, যা প্রায় ১০,৬৭৫ টাকার সমতুল্য। তবে ফোনটি কবে ভারতের বাজারে লঞ্চ হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি ওপ্পো।