iPhone 14 থেকে OnePlus 10 Pro, বছরের সেরা পাঁচটি 5G ফোনের লিস্ট দেখে নিন

বছর শেষ হতে আর মাত্র কিছু দিনের অপেক্ষা! এই সময়ে এসে আমরা হয়তো অনেকেই সারা বছর ধরে কি কি ‘অ্যাচিভ’ করলাম তার একটি তালিকা বানাবো। স্মার্টফোন বাজারেও প্রায় অনুরূপ একটি তালিকা তৈরী করা হয়, যেখানে বাজারে আগত কোন কোন মডেল সারা বছর জুড়ে সর্বাধিক ভালো পারফর্ম করে তাদের অন্তর্ভুক্ত করা হয়। আজ এই প্রতিবেদনে আমরা, এই বছরের ‘টপ-৫ বেস্ট সেলিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন’ এর তকমা পাওয়া মডেলগুলি সম্পর্কে জানাবো। তালিকাভুক্ত প্রত্যেকটি হ্যান্ডসেটই ব্যতিক্রমী ফিচার তথা প্রযুক্তির সাথে লঞ্চ হওয়ার দরুন ক্রেতাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। তবে এর মানে এই নয় যে, এই তালিকার বাইরের মডেলগুলি ভালো নয়। হয়তো ফিচারের দিক থেকে কমতি বা বিশেষত্বের তুলনায় দাম অধিক থাকায় ক্রেতারা চোখ ফিরিয়ে নিয়েছে অন্য মডেলগুলি থেকে।

২০২২ সালে লঞ্চ হওয়া ৫টি সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকা

১. Google Pixel 7 Pro :

গুগল পিক্সেল ৭ প্রো স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে গুগল টেন্সর জি২ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে। স্টোরেজ হিসাবে এতে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত রম বর্তমান। ফটো ও ভিডিওগ্রাফির জন্য Google Pixel 7 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার। এই রিয়ার সেন্সরগুলি – ৩০এক্স হাইব্রিড জুম, ম্যাক্রো ফোকাস, ওআইএস, রিয়েল টোন, মোশান ব্লার প্রভৃতি ক্যামেরা ফিচার সাপোর্ট করে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১০.৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে গুগল পিক্সেল ৭ প্রো স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ওয়্যারলেস চার্জিং সহ ৩০ ওয়াট ওয়্যাড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া এটি টাইটান এম২ চিপ ও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।

২. Apple iPhone 14 Pro Max :

আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে সার্জিক্যাল গ্রেড স্টেইনলেস স্টিল ব‌্যবহার করা হয়েছে। এতে ৬.৭-ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর অলওয়েজ অন ওলেড ডিসপ্লে দেওয়া হয়ছে, যা অ্যাপলের প্রোমোশান ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া এতে ১ হার্টজ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সেট করা যাবে। আর এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইলের, অ্যাপল এটিকে ডায়নামিক আইল্যান্ড বলে অভিহিত করেছে। তদুপরি পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে সংস্থার নিজস্ব এ১৬ বায়োনিক (A16 Bionic) চিপসেট। এতে দুটি হাই পারফরম্যান্স কোর ও চারটি হাই এফিসিয়েন্সি কোর উপলব্ধ। ফটো ও ভিডিওগ্রাফির জন্য উক্ত মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৩এক্স অপ্টিঅ্যাল জুম সহ ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আবার ফোনটির সামনে দেখা যাবে ১২ মেগাপিক্সেলের ট্রুডেপ্থ সেলফি ক্যামেরা। সংস্থার দাবি অনুসারে, ফুল চার্জে আইফোন ১৪ প্রো ম্যাক্স একদিন পর্যন্ত ব্যাটারি লাইভ অফার করবে।

৩. Samsung Galaxy S22 Ultra :

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রটেকশন সহ ৬.৮ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (৩,০৮৮x১,৪৪০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৫০০ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য, এই ফ্ল্যাগশিপ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ এসেছে। এতে ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বর্তমান। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে। এই ডিভাইসে ইন-বিল্ট এস-পেন স্টাইলাসের সমর্থন পাওয়া যাবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, আলোচ্য হ্যান্ডসেটে কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিট বিদ্যমান। এগুলি হল – ১০৮ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ৩এক্স জুম সহ ১০ মেগাপিক্সেল লেন্স এবং ১০এক্স জুম সহ ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর। ফোনের সামনে ৪০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

৪. Xiaomi 12S Ultra :

শাওমি ১২এস আল্ট্রা স্মার্টফোনে ৬.৭৩ ইঞ্চির এলটিপিও ২.০ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ২কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৫০০ নিট পিক ব্রাইটনেস, ৫২১পিপিআই পিক্সেল ডেনসিটি, ডলবি ভিশন এবং এইচডিআর১০+ টেকনোলজি সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত। এতে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যায়। এই ফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে। ফটোগ্রাফির জন্য শাওমি আনীত এই ফ্ল্যাগশিপের রিয়ার প্যানেলে লাইকা সামিক্রন (Leica Summicron) লেন্স সিস্টেম দেখতে পাওয়া যাবে৷ এই ফোনের ট্রিপল ক্যামেরা সেটআপে – ৫০ মেগাপিক্সেল Sony IMX989 প্রাইমারি সেন্সর, ১২৮-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১২০× পর্যন্ত ম্যাগনিফিকেশন ও OIS সহ ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সও অন্তর্ভুক্ত আছে। আর ফোনের সামনে উপস্থিত থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য শাওমি ১২এস আল্ট্রা ফোনে ৪,৮৬০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।

৫. OnePlus 10 Pro :

ডুয়েল সিমের ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি ফোনে দেখা যাবে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস (৩,২১৬ x ১,৪৪০ পিক্সেল) এলটিপিও ২.০ ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট (১ হার্টজ- ১২০ হার্টজ), ৯২.৭% স্ক্রিন-টু-বডি রেশিও ও ১০ বিট কালার ডেপ্থ অফার করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য, এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন ওএস ১২ (OxygenOS 12) ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। এতে ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ মিলবে। তদুপরি, সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ওয়ানপ্লাস ১০ প্রো স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এগুলি হল – ৪৮ মেগাপিক্সেল Sony IMX789 সেন্সর, ১৫০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL J1 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং OIS ও ৩.৩এক্স অপটিক্যাল জুম সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। আবার, ডিসপ্লের পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়েল সেল ব্যাটারি রয়েছে, যা ৮০ ওয়াট সুপারভোক এবং ৫০ ওয়াট এয়ারভোক ফাস্ট চার্জিং প্রযুক্তির সমর্থন সহ এসেছে। এই ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে।