চোখের পলক ফেলতেই চার্জ হয়ে যাবে, দেখে নিন 100W বা তার বেশির ফাস্ট চার্জিংয়ের Smartphone

এই ব্যস্ত জীবনে ফোন ঘণ্টার পর ঘণ্টা চার্জে বসিয়ে রাখার সময় কারোরই নেই। সেক্ষেত্রে মার্কেটে ১০টি ফোন আছে যেগুলি চোখের নিমেষে চার্জ হয়ে যাবে।

এখন স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষই সেটির ব্যাটারি ব্যাকআপের ওপর গুরুত্ব দেন, কারণ সর্বক্ষণের সঙ্গী এই খুদে যন্ত্রটি বারবার চার্জে দিতে হলে ভালো তো লাগেই না, তার সাথে বিভিন্ন কাজেও ব্যাঘাত ঘটে। এরই সাথে জড়িত আরও যে বিষয়টি আজকের দিনে অত্যন্ত জরুরি, তা হল ফোনের চার্জিং ক্যাপাসিটি; এই ব্যস্ত জীবনে ফোন ঘণ্টার পর ঘণ্টা চার্জে বসিয়ে রাখার সময় কারোরই নেই, তাই যত তাড়াতাড়ি ফোন ফুল চার্জ হয়ে যায় ততই ভাল। সেক্ষেত্রে ইউজারদের এই চাহিদার কথা মাথায় রেখে এখন বিভিন্ন স্মার্টফোন কোম্পানিই তাদের ডিভাইসে ফাস্ট চার্জিং প্রযুক্তি দিচ্ছে, ফলে এখন বেশিরভাগ স্মার্টফোনে নিদেনপক্ষে ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মিলছে। আবার প্রিমিয়াম বা হাই-এন্ড স্মার্টফোনের ফাস্ট চার্জিং ফিচার বলতে গেলে কাঙ্খিত বস্তু! কারণ এগুলিতে এখন ২৪০ ওয়াট পর্যন্ত (Realme GT3 সম্প্রতি এই অপশনসহ লঞ্চ হয়েছে) চার্জিং সাপোর্ট থাকে, যাতে চোখের পলকে ডিভাইস চার্জ হয়ে যায়। সেক্ষেত্রে আজ আমরা এমনই কিছু ফোনের কথা আপনাদের বলব যেগুলি দুর্দান্ত চার্জিং স্পিড অফার করে সময় বাঁচাবে। উল্লেখ্য, এই তালিকায় থাকবে কিছু মিড রেঞ্জার স্মার্টফোনও।

এই স্মার্টফোনগুলি চার্জ হবে নিমেষের মধ্যে

১. Realme GT3: সম্প্রতি লঞ্চ হওয়া রিয়েলমি জিটি৩ বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, এই ফোনটি মাত্র ৮০ সেকেন্ডে ২০% এবং সম্পূর্ণ চার্জ (ব্যাটারি ৪,৬০০ এমএএইচ) হতে মাত্র ৯ মিনিট সময় নেবে। এক্ষেত্রে এতে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে, অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, ১২ জিবি র‌্যাম ইত্যাদি ফিচার থাকবে। ভারতে এটি কত দামে মিলবে তা এখনও জানা যায়নি।

২. OnePlus 10T: এই ফোনটি গত বছর ১৫০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিংয়ের সাথে চালু হয়েছিল। এটি মাত্র ১০ মিনিটের চার্জে সারাদিন ব্যাকআপ দেয় বলে দাবি রয়েছে। এই ওয়ানপ্লাস ফোনটির মূল্য ৪৯,৯৯৯ টাকা এবং এটিতে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ইত্যাদি ফিচার মিলবে।

৩. OnePlus 10R: তালিকার দ্বিতীয় ফোনটির মত এই ওয়ানপ্লাস ফোনটিও ১৫০ ওয়াট অর্থাৎ একই চার্জিং ক্যাপাসিটি অফার করবে। তবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৩ ইত্যাদি বৈশিষ্ট্য দেখা যাবে এবং এর দাম পড়বে ৩৪,৯৯৯ টাকা।

১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত এই ফোনগুলিও সেরা

Xiaomi 13 Pro, Xiaomi 12 Pro, Redmi Note 12 Pro+, Xiaomi 11i Hypercharge, iQOO 11, iQOO Neo 7 ফোনগুলি ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা অফার করে। এগুলি ১২ থেকে ২৫ মিনিটের মধ্যে (মডেল বিশেষে সময় কম বেশি) ফুল চার্জ হয়ে যায়। এর মধ্যে প্রথম দুটি ফোন ফ্ল্যাগশিপ রেঞ্জে আসে। এছাড়া আপনারা চাইলে Realme GT Neo 3 কিনতে পারেন এটি ৮০ ওয়াট সুপার ডার্টচার্জ (Super DartCharge) প্রযুক্তি সাপোর্ট করে। এক্ষেত্রে এই ফোনটি মাত্র ১২ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ হয়ে যাবে।