প্রথম সেলেই বিক্রি হল কোটি কোটি টাকার Realme GT 5G, কি আছে এই ফোনে জানেন?

গত সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে Realme GT 5G। কোম্পানির প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহৃত ফোন হিসাবে এটি বাজারে এসেছে। এই ফোনের দাম শুরু হয়েছে ২,৮৯৯ ইউয়ান থেকে (প্রায় ৩২,৪০০ টাকা)। গতকাল স্থানীয় মার্কেটে রিয়েলমি জিটি ৫জি এর প্রথম সেল ছিল। আর এই সেলেই ফোনটি ব্যাপক সাড়া পেয়েছে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে। রিয়েলমির তরফে প্রকাশিত প্রথম সেলের রিপোর্টে বলা হয়েছে, কেবল ১০ সেকেন্ডেই ১০০ মিলিয়ন (১০ কোটি) ইউয়ান সেল রেভিনিউ ছাড়িয়েছে GT 5G এর।

প্রথম সেলে ছিল প্রায় ১,১০০ টাকা ছাড়

জানিয়ে রাখি রিয়েলমি জিটি ৫জি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা)। আবার এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৭,০০০ টাকা)। যদিও প্রথম সেলে ফোনটি ১০০ ইউয়ান (প্রায় ১,১০০ টাকা) ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিলো।

সেক্ষেত্রে যে অর্থের হিসাব চীনা স্মার্টফোন কোম্পানিটি দিয়েছে তাতে ৮ জিবি র‌্যাম ও ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে প্রায় ৩৫,৭০০ এবং ৩০,৩০০ ইউনিট ১০ সেকেন্ডের মধ্যে প্রথম সেলে বিক্রি করেছে। জানিয়ে ভারত সহ গ্লোবাল মার্কেটে এই ফোনটি শীঘ্রই লঞ্চ হতে পারে।

Realme GT 5G এর স্পেসিফিকেশন 

রিয়েলমি জিটি ৫জি ফোনে আছে ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) রেজোলিউশনের ৬.৪৩ ইঞ্চি S-AMOLED E4 পাঞ্চ হোল ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট। ফটোগ্রাফির জন্য এই ফোনে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ সেন্সর (এফ/১.৮৯) + ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা বর্তমান। এছাড়াও সেলফি ক্যামেরা হিসাবে আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 5G ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জং সাপোর্ট করবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে চলে। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন