Gmail অ্যাপ থেকেই হবে চ্যাটিং, গুগল মিটের পর ‘চ্যাট’ শর্টকাট যোগ করার ভাবনা গুগলের

ইন্টারনেট জায়ান্ট গুগল, সংস্থার বিভিন্ন পরিষেবা উন্নত করার জন্য প্রায়ই নতুন কিছু ফিচার নিয়ে আসে। এবার সংস্থাটি Gmail অ্যাপে আনতে চলেছে ‘Chat’ শর্টকাট। উল্লেখ্য, গত মাসেই গুগল অ্যান্ড্রয়েড এবং iOS-এর জন্য জিমেল অ্যাপে ‘Meet’ শর্টকাট যুক্ত করেছিল।

একটি প্রতিবেদন থেকে জানা গেছে, সংস্থাটি জিমেইলের APK ভার্সনে ‘Chat’ এবং ‘Room’ নামে দুটি ফিচার যুক্ত করতে পারে। গুগলের ‘চ্যাট’ ফিচারটি সাধারণত একে অপরের সাথে কথোপকথনের জন্য এবং ‘রুম’ ফিচারটি গ্রুপ কোলাবরেশনের জন্য ব্যবহার করা যাবে।
আপনাদের জানিয়ে রাখি, গত এপ্রিলের শুরুতে গুগল জি-স্যুট কাস্টমারদের জন্য ‘Hangouts Meet’ এর রিব্র্যান্ড ভার্সন ‘Google Meet’ নিয়ে এসেছিল। পরে ‘Hangouts Chat’ অ্যাপটিকেও পাল্টে ‘Google Chat’ করা হয়। তবে ক্লাসিক হ্যাংআউটস অ্যাপটি এখনো উপলব্ধ রয়েছে জিমেইলের রেগুলার কাস্টমারদের জন্য।

গত মাসে গুগল ঘোষণা করেছিল তারা অ্যান্ড্রয়েড এবং iOS-এর জন্য জিমেইল অ্যাপের সাথে গুগল মিট-এর ইন্টিগ্রেশন করবে। ইন্টিগ্রেশনের উদ্দেশ্য ইউজাররা যাতে সহজেই কোনো মিটিং শুরু করতে বা মিটিংয়ে যোগদান করতে পারেন। যদিও এখনো ফিচারটি উপলব্ধ হয়নি।
জিমেলের ওয়েব ইন্টারফেসে বামদিকের ট্যাবে মিট-এর শর্টকাট দেখতে পাওয়া যাবে। গুগল মিট, অ্যান্ড্রয়েড এবং iOS উভয় প্লাটফর্মের জন্য স্ট্যান্ডালোন অ্যাপ হিসাবে উপলব্ধ।

মনে করা হচ্ছে গুগল ভবিষ্যতে এজাতীয় আরো কিছু ফিচার আনতে কাজ করছে। এছাড়া গুগল ‘মিট’ এবং ‘চ্যাট’, দুটি ফিচারই একসাথে জুড়তে পারে। এই প্ল্যাটফর্মগুলিতে ইউজারের ডেটা সুরক্ষিত থাকে এবং এগুলি বিনামূল্যে ব্যবহার করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *